ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

গাড়ি পাওয়ার জন্য মোশাররফ ও ভাবনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
গাড়ি পাওয়ার জন্য মোশাররফ ও ভাবনা

একটি গাড়ি পাওয়ার জন্য মোশাররফ করিম ও ভাবনা অংশ নিলেন প্রতিযোগিতায়। সারাদিন গাড়িতে হাত দিয়ে রাখলেন, বৃষ্টিতেও ভিজলেন।

শেষ পর্যন্ত তারা কি গাড়ি পেলেন? সেটা জানা যাবে ‘মনুষ্যত্ব’ নাটকে।  

 

এর গল্পে দেখা যায়- সবচেয়ে বেশি সময় গাড়িতে হাত দিয়ে রাখতে পারলেই এর মালিক হওয়ার নিয়ম রাখা হয়। প্রথমে বিষয়টা খুব সহজ মনে হয় তাদের। কিন্তু ধীরে ধীরে দেখা দেয় নানা সমস্যা। দিন গড়িয়ে রাত, রাত পেরিয়ে আবার দিন আসে। এভাবে চলতে চলতে কেউ কেউ ক্ষুধার যন্ত্রণায়, কেউ আবার অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে। কিন্তু কিছু মানুষ সব ভুলে গিয়ে গাড়ি থেকে হাত নামায় না। একসময় শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি। গাড়িটি পাওয়ার জন্য কিছু মানুষের জীবন চলে যাওয়ার উপক্রম হয়।

নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন আরিফ রহমান। এতে আরও অভিনয় করেছেন সুমন পাটওয়ারী, গোলাম সারওয়ার প্রমুখ। এনটিভিতে ২৯ মার্চ রাত ৯টায় প্রচার হবে নাটকটি।  

 

বাংলাদেশ সময় : ১৬০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।