ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

শার্লক হোমসের অর্ধাঙ্গিনীর বিয়ের গাউন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
শার্লক হোমসের অর্ধাঙ্গিনীর বিয়ের গাউন

পর্দার শার্লক হোমস আর বাস্তবের বেনেডিক্ট কাম্বারব্যাচ একই লোক! তাই বেনেডিক্টের বিয়েকে শার্লকের বিয়েই মনে করেছে ভক্তরা। ব্রিটিশ এই অভিনেতার বিয়ের এক মাস পেরিয়ে গেলেও এ নিয়ে আলোচনা থামেনি।

কারণ তাদের বিয়ের সাজগোজ কিছুই যে দেখা হয়নি কারও! অবশেষে তার অর্ধাঙ্গিনী সোফি হান্টার বিয়েতে পরা গাউনের ছবি জনসমক্ষে এনেছেন ইনস্টাগ্রামের মাধ্যমে।

জানা গেছে, সোফির জন্য রূপালি রঙা গাউনটি তৈরি করেছে বিখ্যাত ব্র্যান্ড ভ্যালেন্টিনো। ভোগ সাময়িকীর জন্য ছবিটি তোলেন অ্যানি লেইবোভিৎজ। ভোগে এটি প্রকাশ হবে আগামী মাসের সংস্করণে।

এদিকে বেনেডিক্ট ও সোফি এখন প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন। এবারের ভালোবাসা দিবসে ইংল্যান্ডে দু’জনে বিয়ের বন্ধনে জড়ান।

বাংলাদেশ সময় : ১৮৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।