পাশ কাটিয়ে নয়, না করে গোপন
কলমে কলমে করি সত্য রোপণ
আমরা শিখিনি মাথা নত কাকে বলে
আমরা দেশ আর মানুষের দলে
মানুষেই ভালোবাসা, মানুষেই জয়
মানুষের কথা বলে আমাদের সময়...
এটি দৈনিক আমাদের সময়ের থিম সং। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি হয়েছে গানটি।
গানটির কথা লিখেছেন আমাদের সময়ের ফিচার সম্পাদক ইশতিয়াক আহমেদ। গানটির ভিডিও নির্মাণও করছেন তিনি। এতে ফাহমিদা নবীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুমন কল্যাণ ও লুৎফর হাসান। গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ, সুর করেছেন লুৎফর হাসান। গত ৩০ মার্চ রাজধানীর মগবাজারস্থ সম্পর্ক স্টুডিওতে এর রেকর্ডিং হয়।
বাংলাদেশ সময় : ১৫৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫