ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

ফাহমিদা নবীর কণ্ঠে ‘আমাদের সময়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
ফাহমিদা নবীর কণ্ঠে ‘আমাদের সময়’ ফাহমিদা নবী/ ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাশ কাটিয়ে নয়, না করে গোপন

কলমে কলমে করি সত্য রোপণ

আমরা শিখিনি মাথা নত কাকে বলে

আমরা দেশ আর মানুষের দলে

মানুষেই ভালোবাসা, মানুষেই জয়

মানুষের কথা বলে আমাদের সময়...

 

এটি দৈনিক আমাদের সময়ের থিম সং। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৈরি হয়েছে গানটি।

এতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। তিনি বললেন, ‘গানটিতে এক ধরনের উদ্যম আছে। একটি শক্তিশালী টিমওয়ার্ককে তুলে ধরতে পেরে আমি আনন্দিত। ’

 

গানটির কথা লিখেছেন আমাদের সময়ের ফিচার সম্পাদক ইশতিয়াক আহমেদ। গানটির ভিডিও নির্মাণও করছেন তিনি। এতে ফাহমিদা নবীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুমন কল্যাণ ও লুৎফর হাসান। গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ, সুর করেছেন লুৎফর হাসান। গত ৩০ মার্চ রাজধানীর মগবাজারস্থ সম্পর্ক স্টুডিওতে এর রেকর্ডিং হয়।  

 

বাংলাদেশ সময় :  ১৫৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।