ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

রিয়ান্ন‍ার জন্য বিয়ন্সের স্বামীর আলাদা মোবাইল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
রিয়ান্ন‍ার জন্য বিয়ন্সের স্বামীর আলাদা মোবাইল (বাঁ থেকে) বিয়ন্সে, জে-জি ও রিয়ান্না

র‌্যাপার জে-জি হলেন বিয়ন্সে নোলসের স্বামী। তার বেশ কয়েকটি মোবাইল আছে।

এর মধ্যে একটি ফোন তিনি ব্যবহার করেন শুধু রিয়ান্ন‍ার সঙ্গে কথা বলার জন্য! এ তথ্য জানার পর তো বিয়ন্সে রেগে লাল!

জে-জি আর বিয়ন্সে দু’জনেরই ঘনিষ্ঠ বন্ধু রিয়ান্না। তার সঙ্গে কাজের কথা বলার জন্যই আলাদা একটি মোবাইল রেখেছেন জে-জি। মিটিংয়ে থাকলেও রিয়ান্না ফোন করলে সাড়া দেন জে-জি। এমনকি নৈশভোজ থেকেও উঠে যান।

জে-জির একাধিক ফোন ব্যবহারের দিকটা বিয়ন্সের জানা। কিন্তু রিয়ান্নার জন্যই শুধু একটি মোবাইল বরাদ্দ আছে জেনে হতবাক হয়ে গেছেন তিনি। তাদের ঘনিষ্ঠতা মোটেই মেনে নিতে পারছেন না তিনি। কিন্তু বন্ধুত্বটা এতোই গাঢ় যে থামাতেও পারছেন না। এখন সংসারটা টিকলেই হয়!

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
বিএসকে/ জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।