র্যাপার জে-জি হলেন বিয়ন্সে নোলসের স্বামী। তার বেশ কয়েকটি মোবাইল আছে।
জে-জি আর বিয়ন্সে দু’জনেরই ঘনিষ্ঠ বন্ধু রিয়ান্না। তার সঙ্গে কাজের কথা বলার জন্যই আলাদা একটি মোবাইল রেখেছেন জে-জি। মিটিংয়ে থাকলেও রিয়ান্না ফোন করলে সাড়া দেন জে-জি। এমনকি নৈশভোজ থেকেও উঠে যান।
জে-জির একাধিক ফোন ব্যবহারের দিকটা বিয়ন্সের জানা। কিন্তু রিয়ান্নার জন্যই শুধু একটি মোবাইল বরাদ্দ আছে জেনে হতবাক হয়ে গেছেন তিনি। তাদের ঘনিষ্ঠতা মোটেই মেনে নিতে পারছেন না তিনি। কিন্তু বন্ধুত্বটা এতোই গাঢ় যে থামাতেও পারছেন না। এখন সংসারটা টিকলেই হয়!
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
বিএসকে/ জেএইচ