ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

শুরু হলো ‘চটপটি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
শুরু হলো ‘চটপটি’ ‘চটপটি’ ছবির দৃশ্যে নীরব খান ও জারা

২৭ মার্চ শুক্রবার উত্তরায় শুরু হয়েছে নীরব খান ও জারা অভিনীত নতুন ছবি ‘চটপটি’। এ ছবির কাহিনী,সংলাপ, চিত্রনাট্য, গীত ও পরিচালনা করেছেন অভিনেতা ও কবি তারেক মাহমুদ।

ছায়ালোক মিডিয়া স্টেশনের প্রযোজনায় প্রথম ছবি এটি।

তারেক মাহমুদ বাংলানিউজকে বলেন, ‘গ্রাম থেকে আসা এক যুবকের গায়ক হয়ে ওঠার বাস্তবতা ও এক নর্তকীর সাথে অন্ধ এক যুবকের সংসারের গল্প নিয়েই এই চলচ্চিত্রের গল্প এগিয়েছে। প্রেমের ও গানের ছবি এটি। দর্শকরা আশা করি পছন্দ করবেন। ’

গত বছরের ২৮ অক্টোবর শাহবাগস্থ জাতীয় যাদুঘরের কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে মহরতের মাধ্যমে এ ছবির ঘোষণা দেওয়া হয়। এ ছবিতে আরো একটি চরিত্রে অভিনয় করছেন ইমরুল শাহেদ।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫ 
 
 
 
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।