অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে মিশু সাব্বির অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। সবশেষ তার সঙ্গে ‘ফিফটি ফিফটি’ নামের ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মিশু।
নাটকের নাম এখনও ঠিক করেননি পরিচালক। এ নাটকে আরো অভিনয় করেছেন সোনিয়া হোসেন। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।
নাটকটি নিয়ে মিশু সাব্বির বাংলানিউজকে বলেন, ‘গল্পে প্রবাসী একটি ছেলের চরিত্রে অভিনয় করেছি। যে বিদেশ থেকে ফেরার পর সোনিয়াকে বিয়ে করতে চাই। অন্যদিকে, মেয়েটি পছন্দ করে মোশাররফ ভাইকে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। দুই বছর মোশাররফ ভাইয়ের সাথে কাজ করে বেশ ভালো লাগলো। ’
খুব শিগগিরই যে কোনো টিভিতে প্রচার হবে এ নাটকটি।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫