পহেলা বৈশাখে শ্রোতাদের সামনে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীত শিল্পী ফাহমিদা নবী। গানের নাম ‘একা লাগে’।
এবার ফয়সাল রাব্বিকীনের কথা-আয়োজনে সংগীতার ব্যানারে প্রকাশ পেতে যাওয়া একটি মিশ্র অ্যালবামে থাকছে ফাহমিদা নবীর ‘একা একা লাগে’ গানটি।
এ বিষয়ে ফাহমিদা নবী বলেন, ‘একা একা লাগে’ গানটি কথা-সুর-সংগীতায়োজনের দিক দিয়ে খুব মনে ধরেছে আমার। রোমান্টিক ও বিরহ ধরনার গান এটি। মধ্যরাত পর্যন্ত সময় নিয়ে এই গানটিতে কন্ঠ দিয়েছি। আশা করছি শ্রোতাদেরও ভাল লাগবে। ’
ফয়সাল রাব্বিকীন জানান, আমার অত্যান্ত পছন্দের শিল্পী ফাহমিদা আপা। এটা তার সঙ্গে আমার প্রথম কাজ। এতটুকু বলবো, এই অস্থির সময়ে গানটি শ্রোতাদের কিছুটা হলেও প্রশান্তি দেবে।
অ্যালবাম প্রকাশের পর খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিও তৈরি করা হবে বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫