‘বিজলী’র পর সুমন আনোয়ারের লেখা আরেকটি নাটকে অভিনয় করছেন তিশা। নাম ‘কালাগুল’।
সম্প্রতি শ্রীমঙ্গলের চা বাগানে এর চিত্রায়ন শুরু হয়েছে। এখানে আরও অভিনয় করছেন শহিদুল আলম সাচ্চু, ইন্তেখাব দিনার, মিমো, শিবলু, লিমন প্রমুখ।
নাটকটি নিয়ে নির্মাতা সুমন আনোয়ার বাংলানিউজকে বলেন, ‘আমি গত ঈদে ‘রাতারগুল’ নামে একটি নাটক নির্মাণ করেছিলাম। এটার ট্রিলজি হচ্ছে ‘কালাগুল’। গত ঈদের গল্পটা ছিল একটা ফরেস্টের হিজল ও তমাল গাছের নীচে অর্ধেক ডুবে থাকা পানি এবং সেটা নিয়ে একটি গল্প। এবার ‘কালাগুল’ একই জায়গায় একটি ফলের জঙ্গলকে ঘিরে থাকছে নানা কাহিনী। যেখানে তিশাকে ভিন্ন সাজে দেখবেন দর্শকরা। ‘
৩ এপ্রিল শুটিং শেষে ঢাকা ফেরার কথা জানালেন তারা। গত ঈদে ‘রাতারগুল’ নাটকটি ভালো সাড়া পান সুমন আনোয়ার। এবারের ‘কালাগুল’ নাটকটি নিয়েও সমান আশাবাদী।
বাংলাদেশ সময় : ১৬৪০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫