এবারের পহেলা বৈশাখের জন্য একটি খন্ড নাটকে একসঙ্গে অভিনয় করছেন মুনমুন আহমেদ, কাজী আসিফ ও মিম । নাম ‘এই বৈশাখে’।
তিনি বাংলানিউজকে বলেন, ‘পহেলা বৈশাখের জন্য একটি খন্ড নাটক এটি। বৈশাখকে ঘিরেই এই নাটকের কাহিনী। স্যারকে অনেক মিস করছি। তার পরিচালনায় আগে কাজ করেছি। সংলাপ দেবার সময় তিনি অনেক কিছু সহজ করে দিতেন। তবে শাওন আপুও স্যারের কমতিটা অনুভব করতে দিচ্ছেন না। ’
এর আগে কাজী আসিফ হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘জুতাচোর’ ও ‘মেঘ বলেছে যাবো যাবো’ নাটকে অভিনয় করেছেন। ২৯ মার্চ গুলশান নিকেতনে এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই যে কোনো টিভিতে প্রচার হবে ‘এই বৈশাখে’।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫