ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

মাইলির দাঁতের নেকলেস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
মাইলির দাঁতের নেকলেস মাইলি সাইরাস

আক্কেল দাঁত তো অনেকেই তোলেন। কিন্তু তা দিয়ে নেকলেস বানানোর কথা কে ভাবেন? কেউ না ভাবলেও পপতারকা মাইলি সাইরাস ভেবেছেন।

বানিয়েও ফেলেছেন! দিনকয়েক আগেই মাইলি একটা আক্কেল দাঁত তুলিয়েছেন। তখনই তার সৃষ্টিসত্তা জেগে ওঠে।  

 

দাঁতের সঙ্গে রংবেরঙের পুঁতি মিলিয়েমিশিয়ে বানিয়ে ফেলেন মনোহর একখানা নেকলেস। সোশ্যাল নেটওয়ার্কে নিজের শিল্পকীর্তির এই ছবি পোস্ট করতেও দেরি করেননি ২২ বছর বয়সী এই অভিনেত্রী। নিজের বানানো নেকলেস, তা-ও আবার নিজেরই আক্কের দাঁত দিয়ে! 

 

আর সেটি গলায় ঝুলিয়ে মাইলি আহ্লাদে আটখানা এখন এই পপতারকা।  

 

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।