আক্কেল দাঁত তো অনেকেই তোলেন। কিন্তু তা দিয়ে নেকলেস বানানোর কথা কে ভাবেন? কেউ না ভাবলেও পপতারকা মাইলি সাইরাস ভেবেছেন।
দাঁতের সঙ্গে রংবেরঙের পুঁতি মিলিয়েমিশিয়ে বানিয়ে ফেলেন মনোহর একখানা নেকলেস। সোশ্যাল নেটওয়ার্কে নিজের শিল্পকীর্তির এই ছবি পোস্ট করতেও দেরি করেননি ২২ বছর বয়সী এই অভিনেত্রী। নিজের বানানো নেকলেস, তা-ও আবার নিজেরই আক্কের দাঁত দিয়ে!
আর সেটি গলায় ঝুলিয়ে মাইলি আহ্লাদে আটখানা এখন এই পপতারকা।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫