নওয়াজউদ্দিন সিদ্দিকির নায়িকা হতে যাচ্ছে এবার শ্রদ্ধা কাপুর। হ্যাঁ, এরকম অদ্ভুত জুড়িকেই পর্দায় দেখা যাবে।
তেমনই এক প্রস্তাব এলো অনুরাগ কাশ্যপের এক সময়কার সহকারী ঋভুর কাছ থেকে। যত দূর জানা যায়, এই ছবির গল্প এক যুবতীকে নিয়ে। যে নিজের চেয়ে বেশি বয়সের এক পুরষের প্রেমে পড়ে। শুধু তাই নয়, সেই পুরুষ রূপবান তো নয়ই, বরং বেশ অদ্ভুত এবং তাকে সারাক্ষণ বিহারি উচ্চারণে ইংরেজি বলতে শোনা যায়।
আর এই গল্পের জন্যই প্রস্তাব পেয়েছেন শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধা সংবাদমাধ্যমকে কিছু না জানালেও মোটামুটি জানা যায়, এই 'ব্যতিক্রমী' গল্পে কাজ করতে তিনি রাজি হয়েছেন। কিন্তু নওয়াজের ব্যাপারটা একেবারেই পাকা। প্রাথমিকভাবে গল্পটা শুনে নওয়াজ জানিয়েছেন, এই বছরের শেষের মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ করতে। তারপর তারিখ ঠিক করে সকলকে জানাবেন।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫