মডেল ও অভিনেত্রী ঈশিকা খান এবারই প্রথম কমেডি গল্পের একটি নাটকে অভিনয় করছেন। নাম ‘কাজীর বিয়ে’।
এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির, মিমো, ফারুক আহমেদ প্রমুখ। নাটকটি নিয়ে বেশ উচ্ছাসিত ঈশিকা। তিনি বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম থাকছে নীলা। হাসির গল্পে এবারই প্রথম কাজ করতে যাচ্ছি। কাজীর বিয়েটা কার সাথে হবে এটা নিয়েই দারুণ মজার কাহিনী এ নাটকের। আশা করছি, সবার পছন্দ হবে। ’
এবারের ঈদে এটিএন বাংলায় প্রচার হবে নাটক ‘কাজীর বিয়ে’।
প্রসঙ্গত, ঈশিকা এ নাটকের বাইরেও এবারের বৈশাখের জন্য মাবরুর রশীদ বান্নাহ’র পরিচালনায় ‘ফ্রেন্ডশীপ, লাভ অ্যান্ড সামথিং মোর’ নামের একটি খন্ড নাটকে কাজ করেছেন। এখানে তার সহশিল্পী হিসেবে রয়েছে সিয়াম ও মেহজাবিন।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫