ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

পূর্ণিমার বানানো খাবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
পূর্ণিমার বানানো খাবার পূর্ণিমা

অভিনয় অনেকদিন ধরে করছেন না, তাই ‘এই বুঝি ফিরছেন’ আশা নিয়ে আছে পূর্ণিমার ভক্তরা। গত ঈদে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, তবে তার নতুন অভিনয় দেখার তৃষ্ণা তো আর তাতে মেটে না।

শোনা যাচ্ছে, আগামী ঈদে ভক্তদের সেই অতৃপ্তি মিটতে পারে।

এখন ঘর-সংসার সামলাতেই ব্যস্ত পূর্ণিমা। স্বামী-সন্তান-সংসার নিয়েই দিন কাটে তার। সময় পেলে মাঝে মধ্যে নিজের হাতে পছন্দের নানান পদের মজাদার খাবার রান্না করেন তিনি। তার এসব খাবার খেয়ে অভিভূত হন পরিবারের মানুষ।

রান্না করা খাবারের ছবি মাঝে মধ্যে নিজের ফেসবুক পেজে দেন পূর্ণিমা। গত ১৫ আগস্ট রাতে নিজের বানানো কয়েকটি খাবারের ছবি পোস্ট করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এগুলো হলো- জিলেটিন পুডিং, ফ্রাইড রাইস আর চিকেন সিজলার। এগুলোর রেসিপি তিনি নিয়েছেন ইন্টারনেট ঘেঁটে। বরাবরের মতোই এসব খাবার স্বামী ও পরিবারকে পরিবেশন করে দারুণ আনন্দিত হয়েছেন পূর্ণিমা।

* (ওপরের ছবিতে) পূর্ণিমার বানানো খাবার

বাংলাদেশ সময় : ১০৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।