ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

‘বন্ধুত্ব ভালোবাসা অথবা অন্যকিছু'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
‘বন্ধুত্ব ভালোবাসা অথবা অন্যকিছু' ‘বন্ধুত্ব ভালোবাসা অথবা অন্যকিছু' নাটকে সিয়াম ও মেহজাবিন

মডেল মেহজাবিন ও সিয়াম সম্প্রতি একসাথে একটি নাটকে অভিনয় করেছেন। ভালোবাসা, বন্ধুত্ব আর দ্বিধার গল্প নিয়ে ‘বন্ধুত্ব ভালোবাসা অথবা অন্যকিছু'।

মাবরুর রশীদ বান্নাহর রচনায় ও পরিচালনায় এই টেলিছবিটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

 

এর কাহিনীতে দেখা যাবে, সিয়াম ও জাবিন ছোটবেলার বন্ধু। একজন অন্যকে ছাড়া যেন একটা দিনও থাকতে পারে না। প্রতিদিন আড্ডা, দৌঁড়ঝাপ করে সময় কাটে তাদের। এর বাইরে দুজনেরই আলাদা সম্পর্ক রয়েছে। ইশিকা নামের এক মেয়েকে ভালোবাসে সিয়াম আর জাবিন ভালোবাসে কনককে। এরপর ঘটে নানা ঘটনা।

 

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।