ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

অমিত-লাবনীর ‘শেষ কবিতা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
অমিত-লাবনীর ‘শেষ কবিতা’ ‘শেষ কবিতা’ নাটকের দৃশ্যে (বাঁ থেকে) নাদিয়া, ইন্তেখাব দিনার ও মার্শাল

রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’র অমিত ও লাবণ্যর কথা তো নিশ্চয়ই মনে আছে সবার। এবার এই দুই চরিত্রে অভিনয় করেছেন মার্শাল ও নাদিয়া।

শেষের কবিতার ছায়া অবলম্বনে এ নাটকের নাম ‘শেষ কবিতা’। তবে এখানে অমিত চরিত্রে মার্শাল অভিনয় করলেও লাবণ্যর নাম থাকছে এবার লাবনী। আহসান কবির লিটনের রচনায় এটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। এ নাটকে আরো একটি চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। তাকে একজন চলচ্চিত্র পরিচালক রুপে দেখবেন দর্শকরা।

সম্প্রতি সিলেটের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এ নাটকটি নিয়ে অভিনেতা মার্শাল বাংলানিউজকে বলেন, ‘এ নাটকে আমি অমিত ও নাদিয়া আপা লাবনী চরিত্রে অভিনয় করেছেন। এবারই প্রথম জুটি হিসেবে আমরা কাজ করলাম। দারুণ হয়েছে কাজটি। আশা করছি, এটি দর্শকরা পছন্দ করবেন। ’

 

খুব শিগগিরই যে কোনো টিভিতে প্রচার হবে ‘শেষ কবিতা’।  

 

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৫

এমকে/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।