ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

অভিষেক এবার চিত্রনাট্যকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
অভিষেক এবার চিত্রনাট্যকার অভিষেক বচ্চন

নিজের অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির সিক্যুয়েল লেখার দায়িত্ব পেয়েছেন অভিষেক বচ্চন। ছবিটির পরিচালক ফারহা খান এ দায়িত্ব দিয়েছেন অভিষেককে।

 

 

এ বিষয়ে ফারাহ খান জানিয়েছেন, অভিষেক ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং ছবিটি বক্স অফিসে ভালোই সফলতাও পেয়েছে। তাই তাকে বিশ্বাস করেই ছবির সিক্যুয়েলের গল্পটি লেখার কাজ দিলাম।  

 

৫০ বছর বয়সী এ পরিচালক আরো জানান, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির সিক্যুয়েলে গল্প লেখার দায়িত্ব এখন অভিষেকের কাছে। আর যদি তিনি তা ঠিকভাবে লিখতে পারেন এবং গল্পটি যদি আমার পছন্দ হয় তাহলে আমি ছবিটি তৈরি করব।

 

২০১৪ সালে দিওয়ালিতে মুক্তি পায় ‘হ্যাপি নিউ ইয়ার’। সেখানে অভিনয় করেছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, বোমান ইরানি, বিবান শাহ এবং শোনু সুদ।  

 

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫

বিএসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।