ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

জেনে নিন কোথায় কী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
জেনে নিন কোথায় কী ‘বন্ধুত্ব, ভালোবাসা অথবা অন্যকিছু’ টেলিছবিতে সিয়াম ও মেহজাবিন

রাজধানী ও দেশের বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে ১৬ এপ্রিল রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন…

মঞ্চ
বাংলাদেশ শিল্পকলা একাডেমি

* জাতীয় নাট্যশালা মূল মঞ্চ : ঢাকা থিয়েটারের নাটক ‘ইতি পত্রমিতা’ সন্ধ্যা ৭টায়।

লিখেছেন সেলিম আল দীন, মঞ্চনাট্যরূপ ও নির্দেশনায় রুবাইয়াৎ আহমেদ।


* এক্সপেরিমেন্টাল থিয়েটার হল : স্বপ্নদলের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ সন্ধ্যা ৭টায়। নির্দেশনায় জাহিদ রিপন।
* স্টুডিও থিয়েটার হল : ব্যতিক্রমের নাটক ‘সহবাস’ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। লিখেছেন রমাপ্রসাদ বণিক, নির্দেশনায় সৈয়দা নওশীন ইসলাম।  

চলচ্চিত্র
স্টার সিনেপ্লেক্স
* ফিউরিয়াস সেভেন থ্রিডি (সকাল ১০টা ৫০, দুপুর ১টা ৪০, বিকেল ৪টা ২০, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ১০, সন্ধ্যা ৭টা ১৫)।
* ছুঁয়ে দিলে মন (সকাল ১০টা ৫০, দুপুর ১টা ৪০, বিকেল ৪টা, সন্ধ্যা ৬টা ৫০)।
* সিন্ডারেলা (সকাল ১১টা ১৫, দুপুর ২টা ১৫, বিকেল ৪টা ৪৫, সন্ধ্যা সাড়ে ৭টা)।
* ফিউরিয়াস সেভেন (সকাল ১১টা ১৫, বিকেল ৪টা ৪৫)।
* চ্যাপি (সকাল ১১টা, দুপুর ১টা, ৩০)।

ব্লকবাস্টার সিনেমাস
* ফিউরিয়াস সেভেন থ্রিডি (দুপুর ২টা ৩০, বিকেল ৫টা, সন্ধ্যা সাড়ে ৭টা, সন্ধ্যা ৭টা ৫০)।
* ফিউরিয়াস সেভেন (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা ৪০, রাত সাড়ে ৮টা)।
* জিরো ডিগ্রি (দুপুর সাড়ে ১২টা, বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা)।
* দ্য ল্যাজারাস ইফেক্ট (দুপুর সাড়ে ১২টা, সন্ধ্যা সাড়ে ৬টা)।
* ছুঁয়ে দিলে মন (দুপুর ১টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা)।
* মর্টডিকাই (দুপুর সাড়ে ১২টা, বিকেল সাড়ে ৫টা)।
* জুপিটার অ্যাসেন্ডিং থ্রিডি (দুপুর ২টা ৩০)।

টেলিভিশন
এটিএন বাংলা :  রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-২ এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টায় সরাসরি। জাহিদ হাসান ও তারিনের উপস্থাপনায় নৃত্য পরিবেশন করবেন মেহজাবিন, চিত্রনায়িকা রথি, মডেল মীনা ও জেনিফার। গান গেয়ে শোনাবেন সজল ও কর্নিয়া। কৌতুক পরিবেশন করবেন আবু হেনা রনি।


চ্যানেল আই :
  মুশফিকুর রহমান গুলজার ও মৌসুমী পরিচালিত ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’ বিকেল ৩টা ০৫ মিনিটে। অভিনয়ে রাজ্জাক, ববিতা, ফেরদৌস, মৌসুমী, হুমায়ুন ফরীদি। ধারাবাহিক নাটক ‘শুন্য জীবন’ ৭টা ৫০ মিনিটে। অভিনয়ে কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, স্বাগতা, মৌসুমী নাগ, আলভী, নওশাবা, অর্ষা, সাজু খাদেম, প্রাণ রায়, রওনক হাসান, আদ্নান ফারুক হিল্লোল ও হাবিবুল বাশার সুমন।


এনটিভি : 
তপন মাহমুদের উপস্থাপনায় ‘যে গান গৌরবে বহমান’ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। পরিবেশনায় সুবীর নন্দী ও পারভীন সুলতানা। ধারাবাহিক নাটক ‘একদিন ছুটি হবে’ রাত ৯টা ৪৫ মিনিটে। অভিনয়ে সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, চঞ্চল চৌধুরী,
শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, নওশীন, উর্মিলা, নিশা, অপর্ণা, তাসনিমা তিশা, তানিয়া আহমেদ, মিশু সাব্বির, মারজুক রাসেল। সরাসরি সংগীতানুষ্ঠান ‘ভব নদীর কূলে’ রাত সাড়ে ১১টায়। ময়মনসিংহ গীতিকার মহুয়ার পালা পরিবেশন করবেন মিলন বয়াতী। উপস্থাপনায় পারভেজ।
একুশে টেলিভিশন : ‘স্বপ্ন দিনের গান’ রাত সাড়ে ৯টায়। কিংবদন্তি শিল্পী গীতা দত্তর হৃদয়কাড়া চারটি গান পরিবেশন করবেন নন্দিতা ইয়াসমিন।


আরটিভি :
  সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’ রাত ১১টা ২০ মিনিটে। পরিবেশনায় শফিউল আলম রাজা ও রথীন্দ্রনাথ মিত্র।
বাংলাভিশন : তারকাদের নিয়ে অনুষ্ঠান ‘স্টার ওয়ার্ল্ড’ সন্ধ্যা সাড়ে ৬টায়। ধারাবাহিক নাটক ‘রাস্কেল’ রাত ৮টা ১৫ মিনিটে। অভিনয়ে তৌকীর আহমেদ, মোশাররফ করিম, তিশা, তানিয়া আহমেদ, ফজলুর রহমান বাবু, প্রভা, আখম হাসান, রুনা খান, জুঁই করিম, ম আ সালাম, শাহেদ আলী সুজন।   রূপচর্চ্চা বিষয়ক অনুষ্ঠান ‘সৌন্দর্য কথা’ রাত ৯টা ০৫ মিনিটে। উপস্থাপনায় নোভা।


দেশ টিভি :
ধারাবাহিক নাটক ‘কলিংবেল’ রাত ৯টা ৪৫ মিনিটে। অভিনয়ে আব্দুল্লাহ রানা, সানজিদা প্রীতি, সাজু খাদেম, মিশু সাব্বির, তানজিকা আমিন, অ্যালেন শুভ্র, আইরিন আফরোজ। ধারাবাহিক নাটক ‘নাইন অ্যান্ড অ্যা হাফ’ রাত সাড়ে ১০টায়। অভিনয়ে হাসান ইমাম, কুমকুম হাসান, মুমতাহিনা টয়া, সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির, ঈশিকা খান, জিল্লুর রহমান, ফারহান আহমেদ জোভান, সাইদ জামান শাওন, সিফাত তাহসিন, আরবি প্রীতম, তুহিন রাসেল, শান্তা জাহান, সোয়েব মুনির, পারসা ইভানা।
মাছরাঙা টেলিভিশন :  টেলিছবি ‘বন্ধুত্ব, ভালোবাসা অথবা অন্যকিছু’ রাত ৭টা ৫০ মিনিটে। অভিনয়ে সিয়াম, মেহজাবিন ও ঈশিকা খান। সরাসরি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’ রাত ১১টায়। পরিবেশনায় ছায়া রানী কর্মকার।
বৈশাখী টেলিভিশন : মাকসুদের উপস্থাপনায় ‘রিদম অব ব্যান্ড’ বিকেল ৪টায়। অংশগ্রহণে দ্য রুট ব্যান্ড।
চ্যানেল নাইন :  আইপিএল- সানরাইজারস হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়েলস রাত সাড়ে ৮টায় সরাসরি।


জিটিভি : 
ধারাবাহিক নাটক ‘ডেইলি ফ্রাইট নাইট’ রাত ১২টায়। অভিনয়ে লুৎফর রহমান জর্জ, তানভিন সুইটি, মিশু সাব্বির, স্বাগতা, শ্যামল মাওলা, অদিতি মাহমুদ।


এসএ টিভি :
তারকার অংশগ্রহণে ‘রান্না ঘর’ রাত সাড়ে ৯টায়। অতিথি নিরব।

প্রদর্শনী
বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান ১ : শিল্পী মাহবুবুর রহমানের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ডাস্ট টু ডাস্ট’ চলবে তিন সপ্তাহ। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।
এথেনা গ্যালারি অব ফাইন আর্টস, প্রগতি সরণি : ঢাকা আর্ট সার্কেলের প্রবীণ ১২ জন শিল্পীর ‘দ্য সুইট লিবার্টি অব ফ্রিডম’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ সময় : ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।