ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

আবার আইটেম কন্যা চিত্রাঙ্গদা (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
আবার আইটেম কন্যা চিত্রাঙ্গদা (ভিডিও) ‘গাব্বার ইজ ব্যাক’ ছবিতে চিত্রাঙ্গদা সিং

তিন বছর আগে অক্ষয় কুমারের ‘জোকার’ ছবির আইটেম গানে নেচেছিলেন চিত্রাঙ্গদা সিং। আবার অক্ষয়ের ছবির আইটেম গানে নাচলেন তিনি।

‘গাব্বার ইজ ব্যাক’ ছবিতে রয়েছে ‘আও রাজা’ শিরোনামের গানটি। এটি গেয়েছেন নেহা কাক্কার ও ইও ইও হানি সিং।

আকর্ষণীয় গানটিতে প্রলোভন জাগানো নাচ দেখিয়েছেন চিত্রাঙ্গদা। এখানে কাজ করার জন্য কালো ও সোনালি রঙা লেহেঙ্গা-চোলিতে সেজেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। ডান পা খোলা থাকার জন্য পোশাকটি লম্বালম্বিভাবে কেটে নকশা করা হয়েছে। চকচকে পোশাক, আগুন ধরানো দৃষ্টি ও ঢেউ খেলে যাওয়া কেশ; সব মিলিয়ে তার উপস্থিতি চোখ ধাঁধানোর মতো।

কৃষ পরিচালিত ‘গাব্বার ইজ ব্যাক’ মুক্তি পাবে আগামী ১ মে। এটি মূলত তামিল ছবি ‘রামান্না’র (২০০২) রিমেক। এতে আরও অভিনয় করেছেন শ্রুতি হাসান, সনু সৌদ, প্রকাশ রাজ ও কারিনা কাপুর খান।

২০১২ সালে ‘জোকার’ ছবির ‘কাফিরানা’ গানে নেচেছিলেন চিত্রাঙ্গদা। এবারের গানে আরও যৌন আবেদনময়ী হিসেবে দর্শকদের সামনে এসেছেন তিনি। প্রথমে গানটির কিছু অংশ ছাড়া হয়। এবার ইউটিউবে উন্মুক্ত হয়েছে পুরো ভিডিও।

* ‘আও রাজা’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।