ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসার এক গজে নিলয়-আফরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
ভালোবাসার এক গজে নিলয়-আফরি ‘ভালোবাসার এক গজ’নাটকে নিলয় ও আফরি

নিলয় ও আফরি দু’জনই চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি টিভি নাটকেও কাজ করছেন সমানতালে।

এবার তারা জুটি বাঁধলেন। ‘ভালোবাসার এক গজ’ নামের নাটকে দেখা যাবে দু’জনকে।

এতে অর্ণব চরিত্রে নিলয় আর আনিকার ভূমিকায় অভিনয় করেছেন আফ্রি। গল্পে দেখা যাবে- বিশ্ববিদ্যালয় পড়ুয়া আনিকা মা-বাবার সামনে আদর্শ মেয়ে। আড়ালে তার লুকিয়ে থাকে চঞ্চলতা আর ছেলেমানুষি। একটি ছেলের সঙ্গে লুকিয়ে প্রেম করতো সে। ঘণ্টার পর ঘণ্টা তাদের প্রেমালাপ চলতো মোবাইল ফোনে ও আনিকার বাসার ছাদে। একই সময় তার মতো আরেকজন পাশের ছাদে বসে মোবাইলে প্রেমালাপ করে যেতো অর্ণব। একদিন আনিকার প্রেমকাহিনীর ইতি ঘটে। রাগে বিচলিত আনিকা সে সময় পাশের বাসার ছাদে অর্ণবকে দেখে। সে জানতে পারে কিছুক্ষণ আগে অর্ণবেরও ব্রেকআপ হয়েছে। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। নানা রঙ তামাশার পর আনিকা আর অর্ণবের মিল হয় ছাদেই।

নাটকটি লিখেছেন আহমেদ অভি, পরিচালনায় ওয়াসিম আকরাম। এতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, তুষার, সুশ্মি, নিশু শিকদার, জামান, শামিম, রিয়াদ এবং আরও অনেকে। শিগগিরই একটি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
 
বাংলাদেশ সময় : ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।