ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

অসিনের ১০০ পোশাক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
অসিনের ১০০ পোশাক অসিন

বলিউডে ‘গজিনি’ দিয়ে শুরু, এরপর হাতেগোনা কাজ করেছেন অসিন। অভিনয়ের বাইরে সামাজিক কর্মকান্ড করেই দিন কাটে তার।

২৯ বছর বয়সী এই অভিনেত্রীর আলমারি ভর্তি জামা-কাপড়। সেখান থেকে ১০০টি পোশাক তিনি দিয়েছেন মুম্বাইয়ের পশ্চিমাঞ্চল বরিভালির এক এতিমখানায়।

ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দাতব্যসেবা করলেও অন্যদেরকে তা জানান না অসিন। এসব বিষয় গোপনই রাখতে চান তিনি। সুবিধাবঞ্চিত ও শিশুদেরকে যথাসাধ্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করেন বলিউডের এই অভিনেত্রী। অসিন এর আগে রক্তদান কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ ছাড়া মৃত্যুর পর নিজের অঙ্গদানের প্রতিশ্রুতিও দিয়েছেন। এবার এতিমখানার তরুণীদের জন্য ১০০টি পোশাক বিতরণ করলেন তিনি।  

অসিন এখন উমেশ শুক্লার পরিচালনায় অভিষেক বচ্চনের সঙ্গে ‘অল ইজ ওয়েল’ ছবির কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।