ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিনোদন

রান্না করে লাখ লাখ টাকা পুরস্কার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
রান্না করে লাখ লাখ টাকা পুরস্কার ‘সুপার শেফ’ অনুষ্ঠানে তারিক আনাম খান

রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘সুপার শেফ’-এর প্রথম আসর হয়েছিলো গত বছর। এবার শুরু হচ্ছে এর দ্বিতীয় মৌসুম।

১৬ পর্বের অনুষ্ঠানটি ১৯ এপ্রিল থেকে প্রতি শুক্র ও রোববার রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নাজিবা।

জানা গেছে, এতে অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে এবার প্রায় ১০ হাজার প্রতিযোগী নাম নিবন্ধন করেন। সেখান থেকে যাচাই-বাছাই করে ৬০ জনকে নির্বাচন করা হয়। পরবর্তীতে চূড়ান্ত পর্বের জন্য লড়াই করেন ১৬ জন।

প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত বিজয়ী পাবেন ১০ লাখ টাকা এবং প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ৫ লাখ ও ২ লাখ টাকা। ‘সুপার শেফ’ অনুষ্ঠানে বিচারক প্যানেলে ছিলেন নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান, ওয়াটার ক্রেস্ট রেস্টুরেন্টের নির্বাহী শেফ সৈয়দ তোজাম্মেল হক তারেক, কালেমারি এক্সপার্ট শাহেদা ইয়াসমিন। এ ছাড়া অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বিচারক হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ান ‘মাস্টার শেফ ২০১৩’ বিজয়ী এমাডিন, শেফ জেরার্ট ওয়ালে ও ফ্রেডরিক।

বাংলাদেশ সময় : ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।