ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

কানের প্রতিযোগিতা বিভাগে ১৭ ছবি

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
কানের প্রতিযোগিতা বিভাগে ১৭ ছবি

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মান স্বর্ণপাম (পাম ডি’ওর) জেতার জন্য এবার লড়াই করবে ১৭টি ছবি। এর মধ্যে আছে স্বর্ণপাম জয়ী বেশ ক’জন নির্মাতার ছবি।

এগুলোতে অভিনয় করেছেন কেট ব্ল্যানচেট, ম্যাথু ম্যাকোনাহে, ম্যারিয়ন কতিলার ও স্যার মাইকেল কেইনের মতো হলিউডের হেভিওয়েট তারকারা।

আজ বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসবের প্রতিযোগিতা বিভাগের ছবিগুলোর নাম ঘোষণা করা হয়। এখানে জেনারেল ডেলিগেট থিরি ফ্রিমিউক্স জানান, এবার ১ হাজার ৮৫৪টি ছবি জমা পড়েছিলো। সেখান থেকে বাছাই করা হয় ৪২টি ছবি। এর মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় স্থান পেলো ১৭টি। এর মধ্যে স্বাগতিকদের চারটি থাকলেও তালিকায় নেই ব্রিটিশদের কোনো ছবি।

নির্বাচিত ছবির তালিকায় অন্যতম গাস ফন স্যান্টের ‘দ্য সি অব ট্রিস’। ২০০৩ সালে ‘এলিফ্যান্ট’ ছবির জন্য পাম ডি’ওর জেতেন তিনি। জাপানের এক আত্মঘাতী অরণ্যে দুই ব্যক্তির সাক্ষাৎকে ঘিরেই তার নতুন ছবির গল্প। এতে অভিনয় করেছেন ম্যাথু ম্যাকোনাহে, নাওমি ওয়াটস ও কেন ওয়াতানাবি।

মার্কিন মুলুক থেকে আরও আছে ডেনিস ভিলেন্যুভ পরিচালিত ‘সিসারিও’ (বেনিসিও দেল তোরো ও এমিলি ব্লান্ট) এবং টড হেইন্স পরিচালিত সমকামী প্রেমের ছবি ‘ক্যারল’। এতে অভিনয় করেছেন কেট ব্ল্যানচেট ও রুরি মারা। প্যাট্রিসিয়া হাইস্মিথের ‘দ্য ট্যালেন্টেড মিস্টার রিপ্লি’ উপন্যাস অবলম্বনে পঞ্চাশ দশকের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি।

নির্বাচিত ছবির তালিকায় আরও উল্লেখযোগ্য অস্ট্রেলিয়ার জাস্টিন কারজেল পরিচালিত উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’। এতে নাম ভূমিকায় মাইকেল ফাসবেন্ডার আর লেডি ম্যাকবেথ চরিত্রে অভিনয় করেছেন ম্যারিয়ন কতিলার।

২০০১ সালে ‘দ্য সনস রুম’ ছবির জন্য স্বর্ণপাম জয়ী ইতালিয়ান নির্মাতা ন্যানি মরেত্তির ‘মাই মাদার’ স্থান পেয়েছে প্রতিযোগিতা বিভাগে। তিন বছর আগে ‍জুরি বোর্ডের সভাপতি হয়েছিলেন তিনি। ইতালির আরেক নির্মাতা পাওলো সরেনতিনোর ইংরেজি ভাষার ছবি ‘ইয়ুথ’-এ স্যার মাইকেল কেইনকে দেখা যাবে অবসরপ্রাপ্ত অর্কেস্ট্রা পরিচালক চরিত্রে। একসময় রানীর জন্য সংগীত পরিবেশনের আমন্ত্রণ পান তিনি।

এদিকে তিন বছর পর কানে প্রতিযোগিতা বিভাগের বাইরে আমন্ত্রণ পেলো উডি অ্যালেনের ছবি। তার পরিচালিত ৪৫তম ছবি ‘অ্যান ইরেশনাল ম্যান’-এর গল্পে দেখা যাবে কলেজের অধ্যাপক তার শিক্ষার্থীর প্রেমে পড়ে। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় তারকা জোয়াক্যু ফিনিক্স ও এমা স্টোন। ২০১১ সালে উডির ‘মিডনাইট ইন প্যারিস’ কানে অংশ নিয়েছিলো।

নব্বই দশকের অন্যতম খ্যাতিমান পরিচালক তাইওয়ানের হু সিয়াও সিয়েনের ‘দ্য অ্যাসাসিন’ও আছে তালিকায়। ১৯৯৩ সালে তার ‘দ্য পাপেটমাস্টার’ জুরি পুরস্কার জেতে। ২০০৫ সালের পর আবার কানে ফিরছেন ‘দ্য ফ্লাওয়ারস অব সাংহাই’ ছবির এই নির্মাতা। এশিয়া থেকে আরও স্থান পেয়েছে চীনের জিয়া ঝ্যাংকির ‘মাউন্টেনস মে ডিপার্ট’। এ নিয়ে তার চারটি ছবি কানে গেলো। এশিয়ার অন্য ছবিটি হলো জাপানের হিরোকাজু কোরে-এদার ‘আওয়ার লিটল সিস্টার’।

কানে বিশেষ প্রদর্শনীর তালিকায় নির্বাচিত হয়েছে পরিচালক হিসেবে নাটালি পোর্টম্যানের প্রথম ছবি ‘সিপুর আল আহাভা ভি চোশেহ’, অ্যামি ওয়াইনহাউসের জীবনী নিয়ে আসিফ কাপাডিয়ার প্রামাণ্যচিত্র ‘অ্যামি’। ২০১১ সালের জুলাইয়ে মাত্র ২৭ বছর বয়সে মাদকের বিষক্রিয়ায় মারা যান এই ব্রিটিশ গায়িকা। প্রতিযোগিতা বিভাগের বাইরে জর্জ মিলারের ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’ ছবির প্রিমিয়ার হবে এবারের উৎসবে।

কানের ৬৮তম আসর শুরু হবে আগামী ১৩ মে। ফরাসি নির্মাতা ইমানুয়েলে বারকট পরিচালিত ‘লা তেত অত’ দিয়ে এই আয়োজনের পর্দা উঠে চলবে ২৪ মে পর্যন্ত। উৎসবের অন্যতম আকর্ষণ লালগালিচায় সেলফি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপের গুঞ্জন শোনা যাচ্ছিলো কিছুদিন ধরে। তবে থিরি ফ্রিমিউক্স এ গুজব উড়িয়ে দিয়েছেন। তবে তিনি সেলফি তোলার চর্চাকে হাস্যকর ও অদ্ভুত মনে করেন।

উৎসবে জুরি বোর্ডের প্রধান থাকছেন জোয়েল কোয়েন ও এথান কোয়েন। এবারের আয়োজনের পোস্টার সাজানো হয়েছে কিংবদন্তি অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের স্থিরচিত্র নিয়ে। এবার তার জন্মশতবর্ষ উদযাপন করা হবে। তার মেয়ে ইসাবেলা রোসেল্লিনি আনসার্টেন রিগার্ড বিভাগের জুরি বোর্ডের সভাপতির দায়িত্বের থাকবেন। এতে স্থান পেয়েছে ১৪টি ছবি। গতবার স্বর্ণপাম জেতে তুর্কি নির্মাতা নুরি বিলগে সিলানের ‘উইন্টার স্লিপ’।

৬৮তম কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছবি
* আওয়ার লিটল সিস্টার (কোরে-এদা হিরোকাজো)
* মার্গারিট অ্যান্ড জুলিয়েন (ভালেরি ডনজেলি)
* দ্য টেল অব টেলস (মাত্তেও গাররোনে)
* লাউডার দেন বম্বস (জোয়াকিম ট্রায়ার)
* মাউন্টেইনস মে ডিপার্ট (জিয়া জাং কে)
* দ্য অ্যাসাসিন (হো সিয়াও সিয়েন)
* সন অব সৌল (লেজলো নেমেস)
* দ্য লবস্টার (ফার্গোস লানথিমস)
* দ্য সি অব ট্রিস (গাস ফন সেন্ট)
* অ্যা সিম্পল ম্যান (স্টেফেন ব্রিজ)
* সিসারিও (ডেনিস ভিলেন্যুভ)
* ম্যাকবেথ (জাস্টিন কারজেল)
* ইয়ুথ (পাওলো সরেনতিনো)
* মাই মাদার (ন্যানি মরেত্তি)
* ধিপ্যান (জ্যাক অদিয়ার)
* ক্যারোল (টড হায়েন্স)
* মন রই (মাইওয়েন)

** নারী নির্মাতার ছবি দিয়ে শুরু হবে কান উৎসব
** কানে আনসার্টেন রিগার্ডের সভাপতি ইসাবেলা
** কানে ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’
** কানের পোস্টার-কন্যা ইনগ্রিড বার্গম্যান
** কানের মাস্টার অব সিরিমনিস

বাংলাদেশ সময় : ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।