ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শেষবার মঞ্চে হাঁটলেন গিজেল বুন্ডশেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
শেষবার মঞ্চে হাঁটলেন গিজেল বুন্ডশেন গিজেল বুন্ডশেন

বিশ্বের সবচেয়ে বেশি সম্মানী পাওয়া মডেল গিজেল বুন্ডশেন শেষবারের মতো মঞ্চে ক্যাটওয়াক করলেন। গত ১৫ এপ্রিল সাও পাওলো ফ্যাশন উইকের মধ্য দিয়ে তিনি ফ্যাশন শিল্পে ২০ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন।



মঞ্চে আসতেই দর্শকদের অভিনন্দনে সিক্ত হন গিজেল। তার স্বামী টম ব্রাডিও ছিলেন এখানে। অনুষ্ঠানে ক্যামেরা ও দর্শকদের দিকে তাকিয়ে তিনি কেঁদেছেন, হেসেছেন। ৩৪ বছর বয়সী এই মডেল পরেছিলেন ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান কলচির পোশাক। অন্য মডেলদের পরা জিন্স ও টি-শার্টে ছিলো তার মুখের ছাপচিত্র।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে গিজেল জানান, এখন থেকে ছাপা প্রচারণাকে প্রাধান্য দেবেন তিনি। পাশাপাশি পরিবারকে আরও সময় দিতে চান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের তারুণ্যের সময়কার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘১৪ বছর বয়সে ফ্যাশন শিল্পে যাত্রার সুযোগ পেয়ে আমি ধন্য। আজ ২০ বছর পর নিজের পছন্দে শেষ ফ্যাশন শো করতে পেরে ভালো লাগছে। ’

ক্যারিয়ারে শানেল, ক্যারোলিনা হেরেরা ও লুই ভাটন ও এইচঅ্যান্ডএম-এর মতো বড় বড় প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করেছেন গিজেল।

বাংলাদেশ সময় : ২০০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
জেএইচ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।