কাজী আসিফ, অ্যালেন শুভ্র ও স্পর্শীয়া প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন। তাদেরকে দেখা যাবে ‘রুমমেট আবশ্যক’ নামের একটি নাটকে।
গল্পে দেখা যাবে, একই মেসের মেম্বার রাসেল ও অন্তর। অন্তরের মা-বাবা নেই। ছেলেটা পড়ে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে। অর্থনৈতিক সচ্ছলতার জন্য সে টিউশনি করে। তার ছাত্রের বড় বোন রিতা অন্ধ। এক দুর্ঘটনায় দৃষ্টিহীন হয়ে পড়ে মেয়েটি।
অন্তরের মেস মেম্বার রাসেল পড়াশোনায় মনোযোগী ছাত্র। সে পরিপাটী থাকতেই পছন্দ করে। আরেক মেস মেম্বার অন্তু গান-বাজনায় ডুবে থাকে। সবচেয়ে বয়সী মেম্বার হাসান পত্রিকায় শুধু পাত্র চাই পাতা পড়েন নিয়মিত। তাকে নিয়ে মজার কান্ড ঘটে মেসে। একসময় অন্তরকে ভুল বোঝে রাসেল। তখন অন্তরকে বের করে দেওয়া হয়। সে গ্রামে চলে যায়। ঘটনাক্রমে রাসেল ও অন্যরা তাদের ভুল বুঝতে পারে। তাই অন্তরকে ফিরিয়ে আনতে গ্রামে যায় তারা। গ্রামে গিয়ে হতবাক হয়ে পড়ে সবাই।
এর গল্প ভাবনা দ্বীপ সারওয়ার নওশাদ। চিত্রনাট্য ও পরিচালনায় মোহাম্মদ মাজেদুল হক রানা। তিনি কাজ শিখেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের কাছে। এটাই তার পরিচালিত প্রথম নাটক। রানা বাংলানিউজকে বলেছেন, ‘আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা লেগে থাকে। আমরা যে বৃত্তে থাকি সেখানকার সহযোগিতা না পেলে এসব সমস্যা কাটিয়ে ওঠা যায় না। এটাই আমার নাটকের মূল বক্তব্য। ’
রাজধানীর নিকেতনের রাজমহল ও সান ভ্যালিতে এর দৃশ্যায়ন হচ্ছে। সিনেমাওয়ালা নিবেদিত নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে ব্যবহারের জন্য তৈরি হয়েছে দুটি গান। এর মধ্যে ‘খোদা’ শিরোনামের গানটি গেয়েছেন হ্যাপি, ‘আকাশ’ শিরোনামের গান রাফির গাওয়া। তারাই এগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন।
বাংলাদেশ সময় : ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
জেএইচ