নায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিলের জন্মদিন আজ (শুক্রবার)। জন্মদিনে তিনি জানালেন, ২৮ জুলাই তার নতুন ছবি ‘দ্য স্পাই’র সংবাদ সম্মেলন হবে।
এদিকে জন্মদিনে সকাল থেকে মোবাইলে শুভেচ্ছাসূচক হাজার হাজার মেসেজ পেয়েছেন অনন্ত। অফিসে পৌঁছাতেই তিনি দেখেন সব কর্মকর্তা ফুলের তোড়া আর কেক নিয়ে হাজির। ‘আমি তো রীতিমতো অবাক। জন্মদিনটা সাধারণত আমি ঘরোয়াভাবে উদযাপন করি। আর আমার নিজের চারটি এতিমখানায় সময় কাটানোর চেষ্টা করি। বাসায় দুঃস্থদের খাবারের ব্যবস্থা করি। ’
‘দ্য স্পাই’ অনন্তর আট নম্বর ছবি। তিনি এর আগে ‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ও ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিতে উপহার করেন। ‘দ্য স্পাই’ শেষে ‘সৈনিক’ নামের একটি ছবির কাজ শুরু করবেন অনন্ত। অভিনয়ের পাশাপাশি দুটোই পরিচালনাও করবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমকে/জেএইচ