ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

অনন্তর ট্যালেন্ট হান্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
অনন্তর ট্যালেন্ট হান্ট অনন্ত/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিলের জন্মদিন আজ (শুক্রবার)। জন্মদিনে তিনি জানালেন, ২৮ জুলাই তার নতুন ছবি ‘দ্য স্পাই’র সংবাদ সম্মেলন হবে।

এখানে তিনি সারাদেশ থেকে ‘ট্যালেন্ট হান্ট’ নামের একটি কর্মসূচির ঘোষণা দেবেন। এই প্রতিযোগিতা থেকে ছবিটির জন্য কিছু অভিনয়শিল্পী নির্বাচন করা হবে। এজন্য একটি ভিডিওচিত্রের কাজ করেছেন তিনি। এর নির্দেশনা দিয়েছেন শুভ্র আহমেদ।

এদিকে জন্মদিনে সকাল থেকে মোবাইলে শুভেচ্ছাসূচক হাজার হাজার মেসেজ পেয়েছেন অনন্ত। অফিসে পৌঁছাতেই তিনি দেখেন সব কর্মকর্তা ফুলের তোড়া আর কেক নিয়ে হাজির। ‘আমি তো রীতিমতো অবাক। জন্মদিনটা সাধারণত আমি ঘরোয়াভাবে উদযাপন করি। আর আমার নিজের চারটি এতিমখানায় সময় কাটানোর চেষ্টা করি। বাসায় দুঃস্থদের খাবারের ব্যবস্থা করি। ’

‘দ্য স্পাই’ অনন্তর আট নম্বর ছবি। তিনি এর আগে ‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ও ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিতে উপহার করেন। ‘দ্য স্পাই’ শেষে ‘সৈনিক’ নামের একটি ছবির কাজ শুরু করবেন অনন্ত। অভিনয়ের পাশাপাশি দুটোই পরিচালনাও করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।