আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ছবি ‘গাড়িওয়ালা’ এবার ইতালির ভিত্তেরিও ভেনেতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ১৪ এপ্রিল শুরু হওয়া এই উৎসব চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।
এর আগে আমেরিকার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে শারজাহ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব এবং ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘গাড়িওয়ালা’। আশরাফ শিশির বাংলানিউজকে বলেন, ‘কলকাতা, বিহার, দিল্লি, রাজস্থানের মতো এবারও ভালো সাড়া পাবো আশা করি। ’
‘গাড়িওয়ালা’ হলো দুই ভাই এবং তাদের মায়ের গল্প। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী, মাসুম আজিজ, ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুল ও সাকি ফারজানা, সিডর সুমন, মাটির , সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আব্দুর রহমান রাজীব, জগন্ময় পালসহ ৪০০ নাট্যকর্মী। শিশুশিল্পীরা হলো মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ।
** আমেরিকার তিন বিভাগে সেরা ‘গাড়িওয়ালা’
** মার্কিন মুলুকে ‘গাড়িওয়ালা’
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৫
এমকে/জেএইচ