আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, হাউকি, নিক ফিউরি এবং ব্ল্যাক উইডো- মার্ভেল কমিকসের এই সুপারহিরোরা আবার এক ছবিতে হাজির হচ্ছেন। তাদের অভিনীত ‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’ আগামী ১ মে আন্তর্জাতিক মুক্তির দিনই ঢাকায় আসছে।
এটি হলো হলিউডের সাড়াজাগানো ছবি ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এর দ্বিতীয় কিস্তি। আগের ছবির মতো এবারেরটিও পরিচালনা করেছেন জস হোয়েডন। এবারের ছবিতেও অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র (আয়রনম্যান), ক্রিস ইভান্স (ক্যাপ্টেন আমেরিকা), মার্ক রাফালো (হাল্ক), ক্রিস হেমসওয়ার্থ (থর), স্কারলেট জোহানসন (ব্ল্যাক উইডো), জেরেমি রেনার (হাউকি) ও স্যামুয়েল এল জ্যাকসন (নিক ফিউরি), কোবি স্মাল্ডার্স (মারিয়া হিল)। সঙ্গে নতুন যুক্ত হয়েছেন ডন শিয়াডল, অ্যারন টেলর-জনসন, এলিজাবেথ ওলসেন, পল বেটানি, ইডরিস অ্যালবা, জেমস স্পেডার, হেইলি অ্যাটওয়েল।
এবারের গল্পে দেখা যাবে, টনি স্টার্ক যখন শান্তি প্রতিষ্ঠার প্রকল্প শুরুর চেষ্টা করছে, তখন আলট্রনের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন ঠেকানোর দায়িত্ব নিতে হয় অ্যাভেঞ্জার্স দলকে। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইতালি, যুক্তরাজ্যের পাশাপাশি ছবিটির দৃশ্যধারণ হয়েছে চট্টগ্রামের ভাটিয়ারির জাহাজভাঙা অঞ্চলে।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য অ্যাভেঞ্জার্স’ আয় করে ১০০ কোটি ৫০ লাখ ডলারেরও বেশি। এটি নির্মাণে খরচ হয় ২২ কোটি ডলার। ২ ঘণ্টা ২১ মিনিট ব্যাপ্তির ‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’ পরিবেশনার দায়িত্বে আছে ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স। ঢাকায় এর মুক্তি উপলক্ষে স্টার সিনেপ্লেক্সে আমন্ত্রিত অতিথিদের জন্য জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে বলে জানা যায়।
* ‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’ ছবির ট্রেলার :
** অ্যাভেঞ্জার্সের ট্রেলারে বাংলাদেশের দৃশ্য দেখুন (ভিডিও)
বাংলাদেশ সময় : ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
জেএইচ