‘এক ঘণ্টার কাহিনীচিত্র বেঁচে থাকুক যুগ যুগ ধরে’ স্লোগান নিয়ে আবার হতে যাচ্ছে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব’। এবারের প্রতিপাদ্য ‘কাহিনীচিত্র হোক আমাদের চলচ্চিত্রের অনুপ্রেরণা’।
১৮ এপ্রিল কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে শুরু হবে পাঁচদিনের এই আয়োজন। এদিন বিকেল ৪টায় উৎসবের উদ্বোধন করবেন আবুল হায়াত। অনুষ্ঠানে থাকবেন ১০ জন বরেণ্য নাট্যকার। তারা ১০ জন তরুণ নির্মাতাকে রঙিন কাপড় পরিয়ে স্বাগত জানাবেন। জানা গেছে, ২০১৪ সালে বিটিভি ও বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত ২০টি নাটক ও টেলিছবি দেখানো হবে উৎসবে। এ ছাড়া ১৯ এপ্রিল থেকে শেষ দিন পর্যন্ত বিকেল ৩টায় রয়েছে গাজী রাকায়েত পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ছবি ‘মৃত্তিকা মায়া’।
এবার থেকে উৎসবে চালু করা হচ্ছে ‘চিত্রকুসুম পুরস্কার’। এবারের ২০টি কাহিনীচিত্র থেকে পাঁচজনের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে পঞ্চম দিন রাত ৯টায়। এগুলো হলো সেরা কাহিনীচিত্র, সেরা পরিচালক, সেরা নতুন পরিচালক, সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী। আগামী বছরের আয়োজনে চিত্রকুসুম পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে। গত বছরের সেরা কাহিনীচিত্র ‘ফুলপরী রাজপুত্র আমৃত্তির গল্প’র জন্য পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এবং সেরা পরিচালক হিসেবে হুমায়ুন ফরিদ (ধোঁয়াঘর) চিত্রকুসুম পুরস্কার ২০১৩ পাবেন।
২০০৯ সাল থেকে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব’ আয়োজন করা হচ্ছে। চারুনীড়ম ইনস্টিটিউটের পরিচালক গাজী রাকায়েত বলেন, ‘২০০৮ সালে প্রায় সবক’টি চ্যানেলেই এক ঘণ্টার নাটক বন্ধ হয়ে গিয়েছিলো। তাই পরের বছর মার্চে কেন্দ্রীয় শহীদ মিনারে টিভি নাটকের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ আন্দোলন শুরু করি। এক ঘণ্টার নাটক নির্মাণে উৎসাহ ও তা প্রচারের ব্যাপারে টিভি চ্যানেল কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করা এবং বিজ্ঞাপনবিরতি ছাড়া নাটক দেখার সুযোগ দিতে জন্যই এই উৎসব। আশা করি, এবারও দর্শকদের সাড়া পাবো। ’
তিনি আরও বলেন, ‘এক ঘণ্টার নাটক স্বল্পদৈর্ঘ্যের ছবির মতো, তাই আমরা এগুলোকে কাহিনীচিত্র বলি। এক ঘণ্টার নাটক বা কাহিনীচিত্র আমাদের ঐতিহ্য। সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এক ঘণ্টার নাটকের মধ্য দিয়েই একজন নির্মাতা নিজেকে চলচ্চিত্রের জন্য প্রস্তুত করে তোলেন। তাই টিভি চ্যানেলগুলোকে শুধু উৎসবেই নয়, সারাবছর এই নাটক প্রচারের ব্যাপারে আগ্রহী হতে হবে। ’
বাংলাদেশ সময় : ১৬২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
জেএইচ