ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

নির্বাচনী প্রচারণায় মমতাজের গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
নির্বাচনী প্রচারণায় মমতাজের গান মমতাজ

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে দুটি গান গাইলেন মমতাজ। গত ১৬ এপ্রিল রাজধানীর মগবাজারে তানপুরা স্টুডিওতে গান দুটিতে কণ্ঠ দেন তিনি।

দুটিরই কথা লিখেছেন এবং সুর করেছেন হাসান মতিউর রহমান। সংগীতায়োজনে মান্নান মোহাম্মদ।

এর মধ্যে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হকের জন্য গাওয়া গানটির লাইন এমন- ‘আপনার ভোটের অনেক মূল্য, চিন্তা করে দিবেন তাই/ঢাকা উত্তরের প্রার্থী আনিস ভাই। ’ অন্যদিকে ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের জন্য তিনি গেয়েছেন ‘প্রতিশ্রুতি পূরণের প্রতিশ্রুতি দিয়ে/সাঈদ খোকন এসেছেন ইলিশ মাছ নিয়ে। ’

এ প্রসঙ্গে মমতাজ বাংলানিউজকে বলেন, ‘ভোট দেওয়ার জন্য সবাইকে উৎসাহ যোগাতেই গান দুটি করা হয়েছে। দুটি গানেই অন্যরকম একটা মজা আছে। শুনলে সবাই মজা পাবেন। ’

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।