ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় যারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় যারা (বাঁ থেকে) ব্র্যাডলি কুপার, জুলিয়ান মুর ও কানইয়ে ওয়েস্ট

টাইম ম্যাগাজিনের তৈরি করা ২০১৫ সালের জন্য বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশিত হলো। বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের পাশাপাশি এতে বিখ্যাত কয়েকজন তারকাও স্থান পেয়েছেন।

তাদের মধ্যে আলাদা আলাদা প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন ব্র্যাডলি কুপার ও কানইয়ে ওয়েস্ট।

টাইটানস বিভাগে মার্কিন র‌্যাপার কানইয়ের পাশাপাশি আছেন তার স্ত্রী কিম কারদাশিয়ান। কানইয়েকে সীমানা পেরিয়ে যাওয়া তারকা আর কিমকে খ্যাতির ফার্স্ট লেডি উল্লেখ করা হয়েছে ম্যাগাজিনে।

পাইওনিয়ারস বিভাগে মার্কিন অভিনেত্রী রিজ উইদারস্পুনকে ‘হলিউডের শক্তিশালী খেলুড়ে’ ও এমা ওয়াটসনকে ‘অনুপ্রেরণাদায়ক’ আখ্যা দেওয়া হয়েছে। আইকনস বিভাগে শিল্পের উঁচু স্তরের ধর্মযাজিকা তুলনা দিয়ে রাখা হয়েছে আইসল্যান্ডের গায়িকা বর্ককে। একই বিভাগে ‘পপ বিস্ময়’ হিসেবে আছেন মার্কিন গায়িকা টেলর সুইফট।

শিল্পী বিভাগে চলচ্চিত্রের বহুরূপী হিসেবে মার্কিন অভিনেতা ব্র্যাডলি কুপার, ‘নির্ভীক তারকা’ হিসেবে মার্কিন অভিনেত্রী জুলিয়ান মুর, ‘পর্দার দার্শনিক’ হিসেবে ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলান, ‘অগতানুগতিক নির্মাতা’ রিচার্ড লিঙ্কলেটার, ‘দ্য গুড ওয়াইফ’খ্যাত মার্কিন টিভি অভিনেত্রী জুলিয়ানা মারগুলিস, মার্কিন অভিনেতা ক্রিস প্রাট, মার্কিন কান্ট্রি গায়ক টিম ম্যাকগ্র, কমেডিয়ান কেভিন হার্ট প্রমুখ।

টাইমের সম্পাদক ন্যান্সি গিবস বলেছেন, ‘প্রতি বছর আমাদের টাইম হান্ড্রেড সংখ্যায় ১০০টি আলাদা প্রভাববিস্তারকারী গল্প তুলে ধরি। কিন্তু সেগুলো একত্র করলে মিথস্ক্রিয়া ঘটে, যা ভালো ভালো ভাবনা ছড়িয়ে দিতে পারে। ’

বাংলাদেশ সময় : ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।