ইমন এখন বড়পর্দা নিয়েই বেশি ব্যস্ত। এ পর্যন্ত পূর্ণদৈর্ঘ্য ছবিতেই শুধু কাজ করেছেন তিনি।
সোহেলের পরিচালনায় ছবিটির দৃশ্যায়ন হচ্ছে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায়। এতে আরেকটি চরিত্রে অভিনয় করছেন নিঝুম রুবিনা। ‘মানিব্যাগ’-এর সব কাজ শেষে শিগগিরই প্রদর্শনীর ব্যবস্থা করা হবে বলে জানান পরিচালক।
ইমন বাংলানিউজকে বলেন, ‘গল্পটি ভালো লেগেছে বলেই স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করছি। বেকার একটি ছেলের জীবনের নানা ঘটনাকে ঘিরে সাজানো হয়েছে এটি। এতে একটি গানও রয়েছে। আগামী ১৯ এপ্রিল ছবিটির চিত্রায়ন শেষ হবে। ’
এদিকে পিয়া বিপাশা সম্প্রতি ‘কাটুস কুটুস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন। পহেলা বৈশাখে এর প্রদর্শনী হয়েছে। একই উপলক্ষে হাবিবের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। এর বাইরে পিপলু আর খানের নির্দেশনায় কেয়া বিউটি সোপের বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন পিয়া বিপাশা।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমকে/জেএইচ