সত্যজিৎ রায়ের কালজয়ী চরিত্র ফেলুদাকে নিয়ে ওপার বাংলায় অনেক কাজ হয়েছে। এবার বাংলাদেশে তৈরি হচ্ছে ‘ফেলুদা সিরিজ’।
সম্প্রতি সন্দীপ রায়ের সঙ্গে সাক্ষাৎ করে ফেলুদা সিরিজের কিছু গল্পের স্বত্ত্ব কিনতে কলকাতায় গিয়েছিলেন নির্মাতা শাহরিয়ার শাকিল। তিনি আলফা আই মিডিয়া প্রোডাকসন্স লিমিটেডের কর্ণধার। জানা গেছে, বাংলাদেশের জন্য আপাতত ফেলুদা সিরিজের কুড়িটি গল্পের স্বত্ত্ব বিক্রি করে দিয়েছেন সন্দীপ রায়।
শাহরিয়ার শাকিলের কিনে আনা গল্পগুলোর মধ্যে রয়েছে দার্জিলিঙে ফেলুদার প্রথম রহস্য সমাধানের গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরি’, ‘কৈলাস চৌধুরীর পাথর’, ‘শকুন্তলার কণ্ঠহার’, ‘ডাঃ মুনসীর ডায়েরি’ প্রভৃতি।
গল্পের ফেলুদা বিদেশ সফর করেছেন কয়েকবার। ‘টিনটোরেটোর যিশু’ রহস্যের সমাধান করতে ব্যাংকক, ‘নয়ন রহস্য’ গল্পে লন্ডনে যেতে হয়েছে তাকে। এবার ফেলুদা জট খুলতে আসছেন বাংলাদেশে।
নিজের লেখা ফেলুদা চরিত্র নিয়ে ১৯৭৪ সালে সত্যজিৎ রায় নির্মাণ করেন ‘সোনার কেল্লা’ ছবিটি। এতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর ১৯৭৯ সালে তার পরিচালিত ‘জয়বাবা ফেলুনাথ’ ছবিতেও ফেলুদা চরিত্রে দেখা গেছে সৌমিত্রকে। এরপর সন্দীপ রায়ের পরিচালনায় ‘বোম্বাইয়ের বোম্বেটে’ (২০০৩), ‘কৈলাসে কেলেঙ্কারী’ (২০০৭), ‘টিনটরেটোর যীশু’ (২০০৮), ‘গোরস্থানে সাবধান’ (২০১০), ‘রয়েল বেঙ্গল রহস্য’ (২০১১) ছবিগুলোতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেন সব্যসাচী চক্রবর্তী। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘বাদশাহী আংটি’তে এ চরিত্রে দেখা গেছে আবীর চট্টোপাধ্যায়কে।
বাংলাদেশ সময় : ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
জেএইচ