ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

কানের লালগালিচায় থাকছে তাদের জৌলুস

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
কানের লালগালিচায় থাকছে তাদের জৌলুস (বাঁ থেকে) ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর ও ক্যাটরিনা কাইফ

এবারও! গত কয়েক বছরের মতো ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে সৌন্দর্য প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়ালের প্রতিনিধিত্ব করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সোনম কাপুর। লালগালিচায় তাদের রূপের জৌলুস দেখা যাবে আবার।

দু’জনেরই প্রতিনিধি কানে অংশ নেওয়ার খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটি টুইটারে আরও জানিয়েছে, এবার অ্যাশ ও সোনমের পাশাপাশি লরিয়ালের দূত হিসেবে চোখ ধাঁধাবেন ক্যাটরিনা কাইফও। এবার প্রথম কানে দেখা যাবে তাকে। গত বছর তিনি লরিয়ারের দূত নির্বাচিত হন। লালগালিচায় তার সঙ্গী হবেন প্রতিষ্ঠানটির আয়োজনে প্রতিযোগিতার বিজয়ী আফরিন ফাতিমা। উৎসবে ক্যাটের সঙ্গে তার প্রেমিক রণবীর কাপুরকেও দেখা যেতে পারে। রণবীরের ‘বোম্বে ভেলভেট’ ছবির প্রদর্শনী হবে ইন্ডিয়া প্যাভিলিয়নে।

এদিকে কানের আনসার্টেন রিগার্ডে নির্বাচিত হয়েছে ভারতের ‘মাসান’ এবং গুরবিন্দর সিং পরিচালিত ‘চাউথি কুট’ (দ্য ফোর্থ ডিরেকশন)। ‘মাসান’ মানে ‘একলা চলো রে’। এটি নীরাজ ঘায়ওয়ান পরিচালিত প্রথম ছবি। অনুরাগ কাশ্যাপের প্রযোজনায় এতে অভিনয় করেছেন রিচা চাড্ডা। তার ‘গ্যাংস অব ওয়াসেপুর’ও কানে প্রদর্শিত হয়েছিলো। রিচা বলেন, ‘কানে আরেকটি ছবি নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। মনে হচ্ছে চাঁদ হাতে পেয়েছি!’

এবারের কান উৎসব শুরু হবে আগামী ১৩ মে। চলবে ২৪ মে পর্যন্ত। গত ১৬ এপ্রিল প্রতিযোগিতা বিভাগের ছবির তালিকা ঘোষণা করা হয়।

** কানের প্রতিযোগিতা বিভাগে ১৭ ছবি
** কানের লালগালিচায় রণবীর-ক্যাটরিনা
** নারী নির্মাতার ছবি দিয়ে শুরু হবে কান উৎসব
** কানে আনসার্টেন রিগার্ডের সভাপতি ইসাবেলা
** কানে ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’
** কানের পোস্টার-কন্যা ইনগ্রিড বার্গম্যান
** কানের মাস্টার অব সিরিমনিস

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।