ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শফিক তুহিনের সঙ্গে কিছুক্ষণ

আঙুলে আঙুল মানে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আঙুলে আঙুল মানে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি শফিক তুহিন

শফিক তুহিনের একক অ্যালবাম ‘স্বপ্ন এবং তুমি’, ‘শফিক তুহিন ডটকম’ এবং ‘পাগলামি’র গানগুলো জনপ্রিয় হয়েছে। এবার পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে এসেছে তার নতুন একক অ্যালবাম ‘আঙুলে আঙুল’।

পরিবেশনার দায়িত্বে আছে ঈগল মিউজিক। বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন তিনি।

বাংলানিউজ : অ্যালবামের নাম ‘আঙুলে আঙুল’ কেনো?
শফিক তুহিন : এটা সুন্দর সম্পর্ক, বোঝাপড়া ও সুন্দর ভালোবাসার প্রতীক। একটা মানুষের সঙ্গে আরেকটা সম্পর্কের শুরু হয় হাতে হাত রেখে। আঙুলে আঙুল মানে সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। তাই নামটি নির্বাচন করেছি। এ অ্যালবামে গান আছে মোট ৯টি। কথা, সুর ও সংগীত পরিচালনা আমার। সংগীতায়োজনে রাফি। একটি করে দ্বৈত গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন খেয়া এবং লাবণ্য।

বাংলানিউজ : গানগুলো কী ধরনের?
শফিক তুহিন : প্রেম, ভালোবাসা আর বিরহ বিষয়ক গান করেছি। এখানে ফোক আর পপ গানও আছে। তবে সুর রচনার সময় মেলোডিকে প্রাধান্য দেই। আর গীতিকবি হিসেবে যেহেতু আমার পরিচিতি আছে, তাই কাব্যশৈলী ও ভাবনার সমন্বয়ে গানের কথায় অন্যমাত্রা দিতে চেষ্টা করেছি।

বাংলানিউজ : ‘আঙুলে আঙুল’ অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও করেছেন...
শফিক তুহিন : ‘বেহায়া মন’ শিরোনামের গানটির ভিডিও টিভি চ্যানেলে যাচ্ছে। ইউটিউবেও দেখা হচ্ছে। সব মিলিয়ে ভালো সাড়া পাচ্ছি। আমার আশা, আগামী ঈদে গিয়ে এর জনপ্রিয়তা আরও বাড়বে। এটা ফিল্মি ধাঁচের গান। এটাকে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠানও বলতে পারেন। এতে মডেল হয়েছেন সানজু ও মল্লিকা। আমি ঠোঁট মিলিয়েছি। ভিডিওর নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী।

বাংলানিউজ : এখন কি নিয়ে ব্যস্ত?
শফিক তুহিন : চলচ্চিত্রের গান নিয়েই মূলত এখন বেশি ব্যস্ত। ‘ভুলতে পারি না তারে’ এবং ‘জ্বালা’ ছবি দুটি কাজ করবো। সম্প্রতি ‘অনেক দামে কেনা’, ‘প্রার্থনা’, ‘সুইটহার্ট’, ‘প্রেমের কাজল’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির জন্য গান তৈরি করেছি। এগুলো সামনে মুক্তি পাবে। এ ছাড়া লেমিসের একক অ্যালবাম তৈরি করছি। লিজার অ্যালবামেও গান করেছি।

বাংলানিউজ : আপনি কি সবার জন্যই গান লেখেন?
শফিক তুহিন : না, সবার জন্য গান লেখি না এখন। আমার লেখাতে যেরকম সুর দিতে চাই, তা বেশিরভাগ ক্ষেত্রেই শতভাগ হয় না। তবে যাকে দিয়ে ভাবি আমার লেখাটা অন্যমাত্রা পাবে তাকেই দেই। আমি ভাগ্যবান যে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মতো কিংবদন্তি শিল্পী আমাকে তিনটি গান লিখে দিয়েছেন সুর করার জন্য। কবির বকুলও আমার সুরে গান লিখেছেন। এটা অন্যরকম প্রাপ্তি।

বাংলানিউজ : গান লিখছেন তো দেড় যুগ ধরে, প্রাপ্তি কী?
শফিক তুহিন : জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। সবই তো প্রাপ্তি।

* ‘বেহায়া মন’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।