আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে সব মেয়েরই ভালো লাগে। তাছাড়া নিজেকে কেমন দেখাচ্ছে তা নিয়ে সচেতন থাকতেও আয়নার শরণাপন্ন হতে হয় বৈকি।
নিজের সৌন্দর্য ঠিক আছে কি-না তা আয়নায় চোখ রেখে বারবার পরখ করার ব্যাপারে পুরোপুরি উদাসীন ফ্রিদা। অসুন্দর বা অগোছালো দেখানোর কারণে ছবির কাজ হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা নিয়েও মাথা ঘামান না ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।
আয়না দেখা নিয়ে চলচ্চিত্র শিল্পের মানুষজনের অভিমতকে বদলাতে বদ্ধপরিকর ফ্রিদা। ‘স্লামডগ মিলিনিয়ার’ ছবির এই তারকা বলেছেন, ‘আয়নার মাধ্যমে নিজেকে দেখার প্রয়োজনীয়তা দেখি না। সত্যি বলতে আয়নায় নিজেকে দেখতে মোটেই পছন্দ করি না আমি। তবে মানুষের উপলব্ধি সম্পর্কে সচেতন থাকি। এজন্য সবসময় ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির একটি সংলাপ মনে রাখি। যেখানে লতিকাকে বর্ণনা করা হয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দরী হিসেবে। আমাকে সেসব কাজ করতে হবে যার মাধ্যমে ধারণা পাল্টে দিতে পারি। ’
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
বিএসকে/জেএইচ