ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

হতাশ নাচিয়ে নাওমি ওয়াটস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
হতাশ নাচিয়ে নাওমি ওয়াটস নাওমি ওয়াটস

নাওমি ওয়াটস হলিউডের প্রথম সারির অভিনেত্রী। কিন্তু ভেতরে ভেতরে তিনি একজন নাচিয়ে।

তার অনেকাংশ জুড়ে আছে নৃত্য। অবশেষে নাচে নিজের কেরামতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। কমেডি-ড্রামা ধাঁচের ছবি ‘হোয়াইল উই আর ইয়াং’-এ নাচের দৃশ্যে কাজ করলেন ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী।

ছবিটিতে নাওমির চরিত্রটি একজন মধ্যবয়সী স্ত্রীর। নিজের যৌবনের দিনগুলো ফিরে পেতে চান তিনি। একসময় কর্নেলিয়া নামের মেয়েটি হিপহপ ড্যান্সের তালিম নেয়। নোয়া বাউমবাচের পরিচালনায় ‘হোয়াইল উই আর ইয়াং’ ছবিতে কর্নেলিয়ার স্বামী জশ চরিত্রে অভিনয় করেছেন বেন স্টিলার। এটি মুক্তি পেয়েছে গত ২৭ মার্চ।

নাওমির কথায়, ‘আমার ভেতর হতাশ এক নাচিয়ে বাস করে। সবসময় নাচকে ভালোবেসেছি। নাচই আমাকে অভিনয়ে আসতে উদ্বুদ্ধ করেছে। ১৬-১৭ বছর বয়স পর্যন্ত নাচকেই প্রাধান্য দিয়েছি। পরে অভিনয়ের ক্লাসই করেছি বেশি। ’

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।