ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

নারী জাগরণের গানে ফাহমিদা নবী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
নারী জাগরণের গানে ফাহমিদা নবী ফাহমিদা নবী/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারী জাগরণের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। গানের কথা লিখেছেন রাজীব মণি দাস এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন যাদু রিছিল।

গানের কথা এমন ‘আমি নারী আমি নিজ হাতে নিজের জীবন গড়ি/ আমি নারী আমি আমার পৃথিবীকে নিজে গড়ি/ আমি নারী আমি আপন শক্তিতে জেগে উঠি। ’

 

গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বাংলানিউজকে বলেন, ‘গানটির প্রতিটি কথা ও সুর নারীদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সাহস, শক্তি ও অনুপ্রেরণা যোগাবে। নারী জাগরণের একটি অসাধারণ গান এটি। ’

 

সম্প্রতি রাজধানীর অন্তরা স্টুডিওতে গানটির রেকডিং করা হয়। খুব শিগগরিই এ গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলে জানা যায়।  

 

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।