ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়া-অভিষেকের আট বছরের সংসার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ঐশ্বরিয়া-অভিষেকের আট বছরের সংসার অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন

দেখতে দেখতে আট বছর কেটে গেলো। ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের অষ্টম বিবাহবার্ষিকী আজ সোমবার।

এ উপলক্ষে ভক্তরা সকাল থেকে টুইটারে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান হ্যাশট্যাগের মাধ্যমে।  

 

এবারের বিবাহবার্ষিকী ঘরোয়া পরিসরেই উদযাপন করছেন ঐশ্বরিয়া-অভিষেক। কারণ দু’জনই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। রাতে ‘জাজবা’র কাজ করতে হবে অ্যাশকে। অন্যদিকে বিদেশে কাজ করে ভারতে ফিরেছেন ৪০ বছর বয়সী জুনিয়র বচ্চন। তাই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে নৈশভোজ করবেন তারা।  

২০০৭ সালের ২০ এপ্রিল বচ্চন পরিবারের বউ হয়ে আসেন ঐশ্বরিয়াই। অভিষেক ও তার সংসার আলো করেছে কন্যাসন্তান আরাধ্য। তার বয়স সাড়ে তিন বছর। মেয়ের জন্য মাঝে চার বছর পর্দা থেকে দূরে ছিলেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।  

 

প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া ও হিন্দি ছবির কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক ‘উমরাও জান’ ছবির কাজ করতে গিয়ে প্রেমে পড়েন। বিয়ের আগে তারা আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এ তালিকায় উল্লেখযোগ্য- ‘ঢাই আকসার প্রেম কি’, ‘সরকার রাজ’, ‘গুরু’, ‘রাবণ’, ‘ধুম টু’ প্রভৃতি।  

 

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫

বিএসকে/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।