ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

গায়িকাকে গান গেয়ে শোনালেন অনন্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
গায়িকাকে গান গেয়ে শোনালেন অনন্ত

কণ্ঠশিল্পী বিউটি দাস ও অভিনেতা অনন্ত জলিল মুখোমুখি। স্বাভাবিকভাবে বিউটির গান গেয়ে শোনানোর কথা অনন্তকে।

কিন্তু এখানে ঘটেছে ভিন্ন ঘটনা। অনন্ত গান গেয়ে শোনালেন বিউটিকে।  

 

আমেরিকার টাইম টিভি ‘সেলিব্রিটি শো’ অনুষ্ঠানে দেখা যাবে এই দৃশ্য। এখানে ক্যারিয়ার নিয়েও কথা বলেছেন অনন্ত। এটি প্রযোজনা করেছেন মেহেরুন্নেসা জোবাইদা, নাজিম উদ্দিন এবং সামিউল ইসলাম। শিগগিরই প্রবাসীরা এই আয়োজন উপভোগ করতে পারবেন।  

এদিকে চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহে নিউইয়র্কে বসবে স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানেও অনন্তর অংশ নেওয়ার কথা রয়েছে। এর আয়োজন করছে সাউথ এশিয়ান এন্টারটেইনমেন্ট। এই সংগঠনের সভাপতি কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন খবরটি দিয়েছেন।

 

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৫

এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।