ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ইনজুরিতে পড়েও ক্যাটরিনার ব্যাটিং!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
ইনজুরিতে পড়েও ক্যাটরিনার ব্যাটিং! ক্যাটরিনা কাইফ

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার অংশ নেওয়ার স্বাদ পেতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। এরই মধ্যে খবরটা চাউর হয়েছে।

কিন্তু চোট পাওয়ায় তার সেই আনন্দ আপাতত থমকে আছে। ‘ফিতুর’ ছবির দৃশ্যধারণ চলাকালে ঘোড়া থেকে পড়ে যাওয়ায় আহত হয়েছেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী।  

 

তবে ইনজুরিতে পড়েও মাঠ ছাড়েননি ক্যাটরিনা। কাজ শেষ করে তবেই ফিরেছেন। জানা গেছে, ছবিটিতে কাজ শুরুর আগে ঘোড়া চালানো শিখেছিলেন তিনি। তাই তার এই দক্ষতাকে কাজে লাগাতে চেয়েছেন পরিচালক অভিষেক কাপুর। সব ভালোই চলছিলো। কিন্তু আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলিউডের এই অভিনেত্রী। পরে কোনোরকম ভারসাম্য বজায় রেখে দৃশ্যটি সম্পন্ন করেন তিনি। কিন্তু পরে বোঝা যায়, তার গলা ও পায়ে চোট লেগেছে। আঘাত পেয়েও ক্যাটরিনার কাজ করে যাওয়ার পেশাদারিত্ব দেখে ইউনিটের সবাই মুগ্ধ।  

 

ইউটিভি-ডিজনি প্রযোজিত ‘ফিতুর’-এ ক্যাটরিনার সহশিল্পী আদিত্য রায় কাপুর ও রেখা। এটি মুক্তি পাবে ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি।  

 

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫

বিএসকে/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।