ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ভারতের রাজস্থানে আমন্ত্রিত বিবি রাসেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
ভারতের রাজস্থানে আমন্ত্রিত বিবি রাসেল বিবি রাসেল

ভারতের রাজস্থান সরকারের অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। রাজস্থান খাদি ও গ্রাম উদ্যোগ বোর্ডের আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন।

তার এই সফরের লক্ষ্য রাজস্থানের কারুশিল্প ও কারুশিল্পীদের সহযোগিতা করা।

 

আগামী ২৬ এপ্রিল রাজস্থান খাদি ও গ্রাম শিল্প বোর্ড জয়পুরে একটি অনুষ্ঠান আয়োজন করেছে। এখানে বিবি রাসেলের সৃষ্টিকর্মও থাকবে। এখানে প্রধান অতিথি থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।  

 

জানা গেছে, রাজস্থানর কারুশিল্পের ঐতিহ্য সংরক্ষণ, নতুনত্ব আনা ও যথাযোগ্য জীবনযাত্রা বজায় রাখা যায় কীভাবে, সেসব বিষয়ে সহায়তা প্রদান করবেন বিবি রাসেল। রাজস্থানি টেক্সটাইলের ঐতিহ্য সম্পর্কে আধুনিক ও আন্তর্জাতিক আবেদন তৈরির লক্ষ্যে রাজস্থান সরকারের নেওয়া একটি প্রকল্পের অংশ হিসেবে তার এই সফর। বিবির আগমন রাজস্থানের কারুশিল্পী, তাঁতশিল্পী, কাপড় পরিষ্কারক ও ছাপশিল্পী সমাজের উন্নয়ন ঘটাবে বলে আশা সংশ্লিষ্টদের।

 

বাংলাদেশ সময় : ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।