ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সিরিয়া থেকে মেয়ে দত্তক নেবেন ব্র্যাঞ্জেলিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
সিরিয়া থেকে মেয়ে দত্তক নেবেন ব্র্যাঞ্জেলিনা ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি

ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি দম্পতির ছয় সন্তানের তিনজনই দত্তক। আবার একটি সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছেন তারা।

এবার সিরিয়া থেকে অনাথ মেয়ে দত্তক নেওয়ার কথা ভাবছেন হলিউডের এই তারকা দম্পতি।

 

জাতিসংঘের দূত হিসেবে ২০১২ সাল থেকে ছয়বার সিরিয়ায় গেছেন জোলি। তিনি জানতে পেরেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অনাথ শিশুর সংখ্যা প্রায় ‍তিন হাজার ৭০০। এ ছাড়া প্রায় ৭০ হাজার শিশু বাবাকে হারিয়েছে। সিরিয়া-সফরের সময় বিভিন্ন আশ্রয়-শিবিরে অনাথ শিশুদের করুণ অবস্থা দেখে কেঁদেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। দুই বছর আগে এক বক্তৃতায় সে দেশের শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এবার নিজেই দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন পিটের কাছে। তিনিও রাজি হয়েছেন।  

জানা গেছে, চলতি বছরেই সিরিয়া থেকে একটি অনাথ শিশুকন্যাকে দত্তক নেবেন পিট-জোলি। আগামী জুনে ৪০ বছরে পা দেবেন জোলি। তার আগেই সিরিয়া থেকে নতুন অতিথিকে ঘরে তুলতে চান তারা।

ব্র্যাঞ্জেলিনার দত্তক নেওয়া সন্তানদের মধ্যে ম্যাডক্স (১৩) কম্বোডিয়া, জাহারা (১০) ইথিওপিয়া এবং প্যাক্স (১১) ভিয়েতনামের নাগরিক। এ ছাড়া তাদের নিজের তিন সন্তান আছে। তারা হলো- শিলো (৮) এবং যমজ সন্তান নক্স ও ভিভিয়েন (৬)। সন্তানদের চাপে পড়ে দীর্ঘদিন প্রেমের পর গত বছর বিয়ের কাজটা সেরে ফেলেছেন ব্র্যাঞ্জেলিনা। সম্প্রতি নিজের গর্ভাশয় অপসারণ করিয়েছেন জোলি। ক্যান্সারের আশঙ্কায় এর আগে দুটি স্তন বাদ দেওয়ার সাহসও দেখিয়েছেন তিনি।

 

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫

বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।