ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

মাধুরী-শ্রীদেবীর ঝগড়া থামেনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
মাধুরী-শ্রীদেবীর ঝগড়া থামেনি মাধুরী দীক্ষিত ও শ্রীদেবী

মাধুরী দীক্ষিত এবং শ্রীদেবীর প্রতিদ্বন্দ্বিতার কথা বলিউডে কে না জানে। কিন্তু সেই রেশ যে তিন দশক পরেও বহাল, সেটা বোধহয় অজানা ছিল! দু’জনেই আশি থেকে নব্বইয়ের দশক পর্যন্ত চুটিয়ে অভিনয় করেছেন।



বলিউডের এক নম্বর নায়িকার আসন নিয়ে তাদের মধ্যে জোর প্রতিযোগিতা চলতো। কখনও এগিয়ে থাকতেন মাধুরী, কখনও শ্রীদেবী। কেউ বোধহয় ভাবতেই পারেনি সেই প্রতিদ্বন্দ্বিতা এখনও অটুট।

 

সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন মাধুরী এবং শ্রীদেবী। কিন্তু দু’জনই দু’জনকে উপেক্ষা করেন। বলা যায় এক রকম এড়িয়েই গেছে তারা একে অপরকে। তাদের এই মনোভাব আশেপাশের প্রায় সবারই চোখে পড়েছে।  

 

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫

বিএসকে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।