ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

কানে ঐশ্বরিয়ার সঙ্গে যাচ্ছে ‘জাজবা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
কানে ঐশ্বরিয়ার সঙ্গে যাচ্ছে ‘জাজবা’ ঐশ্বরিয়া রাই বচ্চন

প্রতিবারের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রাখবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। জানা গেছে, উৎসবের একটি বিশেষ বিভাগে দেখানো হবে তার নতুন ছবি ‘জাজবা’।

আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে এবারের আয়োজন। চলবে ২৪ মে পর্যন্ত।

কন্যাসন্তান আরাধ্যর কথা ভেবে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন অ্যাশ। সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘জাজবা’র মধ্য দিয়েই বলিউডে প্রত্যাবর্তন করছেন তিনি। এতে তাকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়। তার সহশিল্পী ইরফান খান, শাবানা আজমি ও অনুপম খের। এটি মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর।  

এর আগে কানে মধুর ভান্ডাড়করের ‘হিরোইন’ ছবিতে কাজ করার ঘোষণা দিয়েছিলেন ঐশ্বরিয়া। কিন্তু তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাজানি হতেই মধুর বেঁকে বসেন। তাই নেওয়া হয় কারিনা কাপুরকে। পাঁচ বছর আগে ঐশ্বরিয়া অভিনয় করেছিলেন সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গুজারিশ’ ছবিতে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
বিএসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।