ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

সাইফ-শহীদ শত্রু থেকে বন্ধু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
সাইফ-শহীদ শত্রু থেকে বন্ধু সাইফ আলি খান ও শহিদ কাপুর

বলিউডে সবই সম্ভব। কথায় আছে, এখানে না কেউ চিরকালীন শত্রু, না চিরকালীন বন্ধু।

তাই তো এবার শহীদ কাপুর আর সাইফ আলি খানকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। আর এই অসম্ভবকে সম্ভব করছেন পরিচালক বিশাল ভরদ্বাজ।

শোনা যাচ্ছে, বিশালের আগামী ছবিতে দু’জনই থাকবেন। সাইফ আর শহীদ দুজনেই বিশালের পছন্দের অভিনেতা। বিশালের সঙ্গে ‘কামিনে’ আর ‘হায়দার’ করেছেন শহীদ। অন্যদিকে সাইফের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ছবি ‘ওমকারা’র পরিচালকও বিশাল।

কিছুদিন আগেই নিজেদের পুরনো প্রেমের কথা ভুলে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে কারিনা ও শহীদ একসঙ্গে কাজ শুরু করেছেন। সেটে নাকি তারা সবসময় কথাবার্তা বলতেন। দৃশ্যধারণ চলাকালে পুরনো তিক্ততার কোনো ছাপই দেখা যায়নি তাদের মধ্যে। সাইফের সঙ্গেও তেমন সরল সম্পর্ক গড়ে উঠতে যাচ্ছে শহীদের।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।