ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

‘অ্যাভেঞ্জার্স’ ফাঁস ঠেকাতে যা করা হয়েছিলো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
‘অ্যাভেঞ্জার্স’ ফাঁস ঠেকাতে যা করা হয়েছিলো

‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের দ্বিতীয় কিস্তির প্রতিদিনের দৃশ্যধারণ শেষে চিত্রনাট্যের পাতা নষ্ট করে ফেলা হতো। গল্প ও অন্যান্য বিবরণ ফাঁস এড়াতেই এ পন্থা অবলম্বন করা হয়।

‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’ নামের এই ছবির অভিনয়শিল্পীরা তথ্যটি জানিয়েছেন যুক্তরাজ্য প্রিমিয়ারে এসে।

এবারের ছবিতে পুরনোদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন এলিজাবেথ ওলসেন। তাকে দেখা যাবে স্কারলেট উইচ চরিত্রে। তিনি জানান, হ্যাক প্রতিরোধে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই ছিলো। নতুন যুক্ত হওয়া আরেক অভিনেতা পল বেটানি বিবিসিকে জানান, কখনও চিত্রনাট্য ই-মেইল করা হয়নি তাকে। নিরাপত্তা রক্ষী হাতে হাতে চিত্রনাট্য দিতেন অভিনয়শিল্পীদেরকে।

জস হোয়েডন পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’ বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ১ মে। এবারের ছবিতেও অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র (আয়রনম্যান), ক্রিস ইভান্স (ক্যাপ্টেন আমেরিকা), মার্ক রাফালো (হাল্ক), ক্রিস হেমসওয়ার্থ (থর), স্কারলেট জোহানসন (ব্ল্যাক উইডো), জেরেমি রেনার (হাউকি) ও স্যামুয়েল এল জ্যাকসন (নিক ফিউরি), কোবি স্মাল্ডার্স (মারিয়া হিল)। সঙ্গে নতুন যুক্ত হয়েছেন ডন শিয়াডল, অ্যারন টেলর-জনসন, এলিজাবেথ ওলসেন, পল বেটানি, ইডরিস অ্যালবা, জেমস স্পেডার, হেইলি অ্যাটওয়েল।

এলিজাবেথ বলেছেন, ‘মজার ব্যাপার হলো, কাজ শেষে কোনোদিন আমরা একটা পৃষ্ঠাও বাড়ি নিয়ে যেতে পারিনি। সবই হয় পুড়িয়ে ফেলা হয়েছে, নয়তো ছিঁড়ে ছিন্নভিন্ন করা হয়। তাছাড়া সরল প্রক্রিয়ায় এটি তৈরি হয়নি। তাই বড় পর্দাতে কী দেখা যাবে তা আমরা জানতাম না। ’

হলিউডের বাঘা নির্মাণ প্রতিষ্ঠান সনি পিকচার্স সাইবার আক্রমণের শিকার হওয়ায় সবাইকেই নড়েচড়ে বসতে হয়েছে। ছবির তথ্য গোপন রাখা যেন এভারেস্ট জয় করার মতোই ব্যাপার হেয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য। অবশ্য মার্ভেল কমিকস নিয়ে নির্মিত সব ছবির বেলায় কড়াকড়ি থাকে। ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে রূপদানকারী ক্রিস ইভান্স বলেন, ‘মার্ভেলের সঙ্গে কাজ করতে গেলে গোপনীয়তার চুক্তি করতে হয়। ’

ধারণা করা হচ্ছে, ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের তৃতীয় কিস্তিতে থর, ক্যাপ্টেন আমেরিকা ও আয়রনম্যানের সঙ্গে স্পাইডারম্যানও যুক্ত হবে। ক্রিস ইভান্স তো বলেই দিয়েছেন, ‘স্পাইডারম্যানের জন্য জায়গা আছে এখানে। আমার তো মনে হয় ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজেও তাকে রাখা সম্ভব। ’

* ‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’ ছবির ট্রেলার :


** ঢাকায় ‘অ্যাভেঞ্জার্স : এজ অব আলট্রন’
** অ্যাভেঞ্জার্সের ট্রেলারে বাংলাদেশের দৃশ্য দেখুন (ভিডিও)

বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।