ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

বিশ্বের সবচেয়ে সুন্দরী এখন সান্ড্রা বুলক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
বিশ্বের সবচেয়ে সুন্দরী এখন সান্ড্রা বুলক স্যান্ড্রা বুলক

বিশ্বের সবচেযে সুন্দরী এখন সান্ড্রা বুলক। পিপল ম্যাগাজিনের দৃষ্টিতে এই খেতাব পেলেন তিনি।

অবশ্য ৫০ বছর বয়সে এসে এই স্বীকৃতি পেয়ে চমকে গেছেন অস্কারজয়ী এই অভিনেত্রী।

এনবিসি নেটওয়ার্কের ‘টুডে’ অনুষ্ঠানে বুলকের সেরা সুন্দরী হওয়ার খবরটি ঘোষণা করা হয় গত ২২ এপ্রিল। বিনয়ী রসবোধের জন্য পরিচিত এই তারকা বলেছেন, ‘না-না, আমি এতো সুন্দর নই! শুরুতে আমার কাছে এই সম্মান হাস্যকর মনে হয়েছে!’

সৌন্দর্যের সংজ্ঞা দিতে গিয়ে এক সন্তানের মা বুলক বলেন, ‘সাধারণ থাকাই সত্যিকারের সৌন্দর্য। বিশেষ করে হলিউডে এভাবে থাকা খুব কঠিন। কারণ সবারই কারও না কারও মতো হতে ইচ্ছে করে। ভালো মানুষ, ভালো মা ও ভালো কাজ করা এবং পেটভরে খাওয়ার জন্য কে কি ভাবলো সেদিকে তাকালে চলবে না। যারা সুন্দর হওয়ার চেষ্টা করে না তাদেরকেই আমার কাছে সুন্দরী মনে হয়। ’

সম্প্রতি ত্রিমাত্রিক প্রযুক্তির অ্যানিমেটেড ছবি ‘মিনিয়নস’-এ খলচরিত্রে কণ্ঠ দিয়েছেন বুলক। ২০১০ সালে ‘দ্য ব্লাইন্ড সাইড’ ছবিতে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রী হন তিনি। একই বছর ‘অল অ্যাবাউট স্টিভ’ ছবির জন্য সেরা বাজে অভিনেত্রী হিসেবে রেজি পুরস্কারও হজম করতে হয়েছে তাকে।

এখনও সৌন্দর্য ধরে রাখার পেছনে স্বাস্থ্যকর ডায়েট বিশেষ করে সবুজ জুস এবং সপ্তাহের পাঁচদিন কর্মব্যস্ত থাকার কথা উল্লেখ করেছেন সান্ড্রা। তবে তার ছেলের লুইস বুলক সবচেয়ে আনন্দ দেয় বলেও জানান তিনি।

এর আগে পিপল ম্যাগাজিনের সেরা সুন্দরীর খেতাব পান জুলিয়া রবার্টস, জেনিফার লোপেজ, সিন্ডি ক্রফোর্ড, গিনেথ প্যালট্রো, লুপিটা এনইয়োঙ্গো প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।