ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

ইমন-প্রসূনের ‘অচেনা হৃদয়’ ২২ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
ইমন-প্রসূনের ‘অচেনা হৃদয়’ ২২ মে ইমন ও প্রসূন আজাদ

ইমন ও প্রসূন আজাদ প্রেক্ষাগৃহে আসছেন আগামী ২২ মে। ওইদিন মুক্তি পাচ্ছে তাদের অভিনীত ‘অচেনা হৃদয়’।

ত্রিভুজ প্রেমের ও অ্যাকশন নির্ভর ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক এসআই খান খবরটি দিয়েছেন।

 

এ ছবিতে প্রসূনের সঙ্গে ইমনের পাশাপাশি আছেন এবিএম সুমন। খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন টাইগার রবি। এ ছাড়া একটি আইটেম গানে দেখা যাবে সাদিয়া আফরিনকে।  

‘অচেনা হৃদয়’-এ গান রয়েছে মোট ৬টি। এগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, নওমী, সুকণ্যা, শামীম ও ইভা। গানের কথা লিখেছেন ওয়াহিদ বাবু ও পিন্টু ঘোষ। সুর ও সংগীতায়োজনে বেলাল খান ও পিন্টু ঘোষ।

 

ফিল্ম লাইফ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির কাহিনি লিখেছেন মাসুদ হাসান ও অঞ্জন সরকার জিমি।

 

বাংলাদেশ সময় : ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।