ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিনোদন

শুরু হচ্ছে ‘নন স্টপ’ ও ‘খড়কুটা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
শুরু হচ্ছে ‘নন স্টপ’ ও ‘খড়কুটা’

জনপ্রিয় তারকাদের নিয়ে নির্মিত দুটি নতুন ধারাবাহিক নাটকের প্রচার শুরু হচ্ছে। এগুলো হলো ‘নন স্টপ’ ও ‘খড়কুটা’।

দুটোই দেখা যাবে বাংলাভিশনের পর্দায়।  

 

শত সমস্যার মাঝেও শহরের মধ্যবিত্ত পরিবারের সাদামাটা মানুষের গল্পকে হাস্যরসের মাধ্যমে রঙিন করার গল্প রয়েছে ‘নন স্টপ’-এ। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, চঞ্চল চৌধুরী, কুসুম সিকদার, তানিয়া হোসাইন, সুজানা, শামস সুমন, ডা. এজাজ, ফারুক আহমেদ, সাবেরী আলম, রিফাত চৌধুরী, মিলন ভট্টাচার্য, শামীম, সানজিদা তন্ময়, শাহ নেওয়াজ রিপন প্রমুখ।   

 

সৈয়দ জিয়া উদ্দিনের রচনা ও সাজ্জাদ সুমন পরিচালিত ‘নন স্টপ’ আগামী ২৬ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে।  

 

অন্যদিকে ‘খড়কুটা’র মূল ভাবনা ভেসে চলা মানুষের জীবন। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আখম হাসান, শতাব্দী ওয়াদুদ, নাদিয়া, শশী, নিলয়, আরফান আহমেদ, লাবণ্য লিজা, মিষ্টি মারিয়া প্রমুখ। কাজী শাহীদুল ইসলামের রচনা ও সালাহ্উদ্দিন লাভলু পরিচালিত ‘খড়কুটা’ আগামী ৩০ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতি থেকে শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে দেখানো হবে।  

 

বাংলাদেশ সময় : ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।